ঢাকা, ১১ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের প্রচারণায় আবু হানিফ

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
৫ এপ্রিল ২০২৫, শনিবার

কিশোরগঞ্জে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের পক্ষে গণসংযোগ ও দলীয় প্রচারণা চালিয়েছেন গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। শুক্রবার বিকালে জেলা শহরে গণঅধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন এই নেতা। এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান উজ্জ্বল, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার এবং জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন। লিফলেট বিতরণ শেষে শহরের পুরান থানায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আবু হানিফ। এ সময় তিনি বলেন, আমরা গণ-অধিকার পরিষদ- ২০২১ সালে রাষ্ট্রের মৌলিক সংস্কারের জন্য ২১ দফা ঘোষণা করেছি। স্বাধীনতার ৫৪ বছরে এই দেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়নি। আমরা তরুণদের নিয়ে দেশের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে চাই। দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য তরুণ মেধাবীদের রাজনীতিতে আসতে হবে। আবু হানিফ বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার গঠিত হয়েছে। ড. ইউনূসের নেতৃত্বে এই সরকার দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিগত সময়ে লুটপাট অর্থ পাচার করে দেশকে দেউলিয়া করে দিয়েছিল। বর্তমান সরকার সেখান থেকে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে।
আওয়ামী লীগ দেশ থেকে পাচার করা অর্থ দেশের বিরুদ্ধে ব্যবহার করছে। তারা টাকা বিনিয়োগ করে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। যারা ড. ইউনূসের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তারা আওয়ামী লীগের দোসর। দেশের প্রয়োজনে ড. ইউনূসকে সব দলের সহযোগিতা করা উচিত। তিনি ক্ষমতায় থেকে দেশকে স্থিতিশীল করে একটা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপর নির্বাচন দেয়া হোক।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: news@emanabzamin.com
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status