প্রবাস
তুরস্কের ইস্তানবুলে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
(১ মাস আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৬:২৭ অপরাহ্ন

তুরস্কের ইস্তানবুলে ঈদ পুনর্মিলনী করেছেন বাংলাদেশি প্রবাসীরা। তুরস্ক সরকারের রেজিস্ট্রিকৃত বাংলাদেশি কমিউনিটির একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বেকদের (বিইকেডিইআর) আয়োজন করে এক বর্ণিল ও হৃদয়ছোঁয়া ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আল-আনসারী (রা.) এর কবর সংলগ্ন নিউ ওয়াল্ড ফাউন্ডেশনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই প্রাণবন্ত মিলনমেলা।
গত ৩১শে মার্চ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, কুরআন তিলাওয়াত, দেশাত্মবোধক ও ইসলামী সঙ্গীত, খেলাধুলা ও প্রাণবন্ত মূকাভিনয় করা হয়। পরে লটারির মাধ্যমে পুরস্কার বিতরণ করে যোগ করা হয় বাড়তি আনন্দ। ঈদের আনন্দ একত্রে ভাগাভাগি করতে ইস্তানবুল ও অন্যান্য শহরসমূহ থেকে সমবেত প্রবাসী বাংলাদেশিরা যেন এক বিশাল পরিবারের সদস্য হয়ে উঠেছিল।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল ‘সবুজের বুকে লাল- ঈদ মোবারক’ ফটো ফ্রেম। এই ফ্রেম শুধু ঈদের আনন্দই নয়, বরং মনে করিয়ে দিয়েছে ২০২৪ এর জুলাই বিপ্লবের ‘জন্মভূমি অথবা মৃত্যু’ শীর্ষক অমর স্লোগানটিকে।
আয়োজক কমিটি বেকদের-এর পূর্ববর্তী সফল আয়োজনগুলোর প্রশংসা শুনে অনুষ্ঠানে যোগ দেন মিসর, ফিলিস্তিন, আলজেরিয়া, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরাও। অনুষ্ঠানে বাংলাদেশি খাবার, পানীয়, বাহারি মিষ্টান্ন ও দেশীয় ঝাল খাবার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বেকদেরের সাংগঠনিক সম্পাদক ও সহযোগী অধ্যাপক ড. আফম শাহেন শাহের উদ্বোধনী বক্তব্যের পরেই বিশেষ অতিথি হিসেবে নিউ ওয়াল্ড ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহমেত গোকসু শুভেচ্ছা বক্তব্য দেন। তিনি কমিউনিটির মরহুম তরিকুল ইসলামকে স্মরণ করেন এবং বেকদের সভাপতি ড. হাফিজুর রহমনকে ধন্যবাদ জানান।
অতিথি পর্বে বেকদেরের দায়িত্বশীলদের মধ্যে ড. রহমতুল্লাহ রফিক, ড. জাহিদুল ইসলাম সরকার, ড. আব্দুল্লাহ আল মামুন, ড. নূরুদ্দিন হামিম, মাওলানা মুস্তাফিজুর রহমান, ডা. সিরাজুল ইসলাম, যাকির হোসেন ও ড. ফেরদৌস বক্তব্য দেন। এতে শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের সভাপতি উপাধ্যক্ষ মুহাম্মদ মাকসুদুর রহমান।
সমাপনী বক্তব্য প্রদান করেন বেকদেরের সেক্রেটারি জেনারেল ও কারাবুক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আসম মাহমুদুল হাসান। সবার আশা, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে, যেখানে আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।