অনলাইন
মার্কিন পণ্যে আরোপকৃত শুল্ক পুনর্বিবেচনা করছে বাংলাদেশ: প্রেস সচিব
মানবজমিন ডেস্ক
(১৯ ঘন্টা আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪২ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যে আরোপিত শুল্ক পুনর্বিবেচনা করছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দেয়ার পর বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সেখানে তিনি লিখেছেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্রুত সময়ের মধ্যে শুল্ক যুক্তিসঙ্গত কারার বিকল্পগুলো চিহ্নিত করছে, যা বিষয়টি সমাধানের জন্য বেশ গুরুত্বপূর্ণ।
শফিকুল আলম আরও লিখেন, ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির জন্য একযোগে কাজ করে আসছি। যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে চলমান আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যু সমাধানে ইতিবাচক অগ্রগতি হবে বলে আশা করছি।
পাঠকের মতামত
আত্মনির্ভরশীলতায় আমরা আমেরিকা এবং ইউরোপের উপর ভরসা করেই যেহেতু চলতে হচ্ছে সেক্ষেত্রে হামাস, প্যালেস্তাইন ও অন্যান্যদের মতো রগ শক্ত করে না দাঁড়িয়ে আপোষেই সমাধান গ্রহণযোগ্য।