অনলাইন
ধলেশ্বরী নদীতে সেনা অভিযান
দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ জন আটক
স্টাফ রিপোর্টার
(১৮ ঘন্টা আগে) ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:৪৩ পূর্বাহ্ন

রাজধানীর কেরানীগঞ্জের তুলসীখালী ব্রিজ এলাকা থেকে একটি কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর টহল দল। ওই সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার ওপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল। গতকাল বুধবার তাদের আটক করা হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ওই পোস্টে বলা হয়, নৌকাটিকে নিয়ন্ত্রণে নিয়ে সার্চ করে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাংয়ের ১৪ সদস্যকে আটক করা হয়। এ সময় ৮টি রামদা ও ৭টি কুড়াল উদ্ধার করা হয়। এরপর আটককৃতদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে আরো ২ জন গ্যাং লিডারকে আটক করা হয়। তাদের সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ওই পোস্টে আরও বলা হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পাঠকের মতামত
এই গ্যাং এর গার্জিয়ানদেরও আইনের আওতায় আনা উচিত! মা বাবা কিশোর সন্তানদের নজরদারিতে রাখলে অপরাধী হয়ে উঠার কথা নয়!
এদের জামিন অযোগ্য ধারার মামলায় দেয়া উচিৎ।
এদের অভিভাবকদের কে অনতিবিলম্বে আইনের আওতায় আনা হোক।
কিশোর গ্যাং রাজনীতিবিদদের অপরিহার্য উপাদান। কিন্তু এই উপদেষ্টা সরকার যদি এদের নির্মূল করতে না পারে, এদের কেউ নির্মূল করবেই না।