বাংলারজমিন
দৌলতপুরে নারীকে উত্ত্যক্তের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৭
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারকুষ্টিয়ার দৌলতপুরে নারীকে উত্ত্যক্ত করার জেরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ, কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও গবাদিপশু লুট করার অভিযোগ করা হয়েছে। গত সোমবার ঈদের দিন রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়া গ্রামে সংঘর্ষ, গুলিবর্ষণ, ভাঙচুর ও লুটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের আহতরা হলেন- আশরাফুল ইসলাম (৫৭), শাহাব উদ্দিন (৫৫), বাচ্চু (৫০) ও সাব্বির হোসেন (২২)। দৌলতপুর থানায় দায়ের করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিকালে রামকৃষ্ণপুর ইউনিয়নের ভারত সীমানা ঘেঁষা জলঙ্গী সীমান্ত ট্যাকে ঘুরতে যায় চরপাড়া এলাকার একদল নারী ও পুরুষ। এ সময় মীম নামে এক নারীকে উত্ত্যক্ত করে একই এলাকার ৭-৮ জনের একদল যুবক। বাড়ি ফিরে উত্ত্যক্ত করার ঘটনা পরিবারের লোকজনকে জানালে চরপাড়া গ্রামের বিএনপি নেতা আশরাফুল ইসলাম ও তার ভাই শফিকুল ইসলাম এবং আমজাদ মণ্ডলের নেতৃত্বে এলাকার লোকজন উত্ত্যক্তকারী ওই সকল যুবকদের মারধর করে। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ওইদিন রাত ৮টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা আইয়ুব মেম্বার ও তুফাজ্জেলের নেতৃত্বে ৩০-৩৫ জন সশস্ত্র সংঘবদ্ধ হয়ে আশরাফুল ও শফিকুলের বাড়িতে হামলা চালায়। এ সময় আওয়ামী লীগ ও বিএনপি দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, একে অপরকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ৮-১০ রাউন্ড এলোপাতাড়ি গুলিবর্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়লে আশরাফুল, শফিকুল ও আমজাদ মণ্ডলসহ বিএনপি পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেলে হামলাকারীরা তাদের বাড়িঘর ভাঙচুর করে ৭টি গরু ও ২টি মোটরসাইকেলসহ আসবাবপত্র লুট করে নিয়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষের খবর পেয়ে রামকৃষ্ণপুর বিওপি’র বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষের ঘটনার বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, ঘটনাটি আমার জানা নেই।