ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

এক বিন্দু ছাড় দেয়া হবে না সাকিবকে

স্পোর্টস রিপোর্টার
৯ আগস্ট ২০২২, মঙ্গলবার
mzamin

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ‘বেট উইনার’ নিউজের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই। আর তাতেই পড়েছেন ঝামেলায়। দেশ জুড়ে বইছে আলোচনা-সমালোচনার ঝড়। নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এরই মধ্যে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আলোচনা করে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। বাংলাদেশের বিশ্বসেরা এই অলরাউন্ডারের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন কোনভাবেই ছাড় দেয়া হবে না সাকিবকে। তবে তারা চাইছেন সমঝোতার মধ্য দিয়েই বিষয়টি সমাধানের। বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপে খেলতে যাওয়ার আগেই এই সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন
জালাল ইউনুস বলেন, ‘একটা ইস্যু হয়েছে এবং এটা নিয়ে আমরা তার (সাকিব) সঙ্গে যোগাযোগে আছি। একবার তার সঙ্গে কথা হয়েছে। এই ইস্যুটা আমাদের সমাধান করা দরকার। এই সমস্যা সমাধানের জন্য আমরা তার সঙ্গে আলাপ করছি। দুই-একদিনের মধ্যে আপনারা জানতে পারবেন।’
গতকালও বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে জুয়া বা বেটিং সংক্রান্ত কোনো কিছুতেই ক্রিকেটাররা জড়াতে পারবেন না। আর তাহলে বিসিবির জিরো টলারেন্স নীতির প্রকাশ করা হবে বলেও জানান জালাল ইউনুস। বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘আমরা এই ধরনের বেটিং জিনিসগুলো জিরো টলারেন্স শো করি। এখানে তার যে সম্পৃক্ততা দেখা যাচ্ছে, এ ধরনের কোনো একটা কোম্পানির সঙ্গে তার চুক্তি হয়েছে। আমরা তাকে জানিয়েছি, সে জানে ব্যাপারটা এবং আমরা এটা যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করছি।’ তবে অনেকেই সাকিবের পক্ষে যুক্তি তুলতে পারে যে এটি ব্যাটিং সাইটের একটি নিউজ পোর্টাল। তবে যাই হোক জুয়ার সঙ্গে যুক্ত কোনো কিছুকেই ছাড় দেবে না বিসিবি। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যারম্যা বলেন, ‘আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড় সেও বুঝবে। আর কেউতো বিতর্কিত কোথাও জড়াতে চায় না। জেনে হোক অজান্তে হোক কিংবা ভুলে আমরা তাকে বলেছি এটা সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান করে ফেলবো।’  
অন্যদিকে প্রশ্ন এসেছে বিসিবির চাপে শেষ পর্যন্ত সাকিব এই সাইটের সঙ্গে বিজ্ঞাপনের চুক্তি ভাঙলে তার বড় অংকেরই ক্ষতি হবে। সেই ক্ষেত্রে তাকে ক্ষতিপূরণ দেয়া হবে কিনা! এ বিষয়ে বিসিবি জানিয়েছে ক্ষতিপূরণের কোনো সুযোগ নেই। জালাল ইউনুস বলেন, ‘আমরা সেভাবে চিন্তা করিনি সাকিবও আমাদের কাছে বিষয়টা নিয়ে অ্যাপ্রোচ করেনি। আগে সমস্যাটা সমাধান করি এরপর দেখা যাক।’
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসন্ন আসরের জন্য ফ্র্যাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। সেই বিজ্ঞাপনে স্পষ্ট বলা আছে, বেটিং বা জুয়া সংক্রান্ত কোনো প্রতিষ্ঠান ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাবে না। বিসিবির এমন কড়া নির্দেশের দিনেই কাকতালীয়ভাবে বেট উইনার নিউজের সঙ্গে যুক্ত হয়েছেন সাকিব আল হাসান। বেট উইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেট উইনার নিউজের শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব ক্ষেত্রেই সমালোচিত হচ্ছেন সাকিব। এর আগে সাকিবের বিষয়ে কথা বলতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এ বিষয়ে অনুমতি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর সেও আমাদের কাছে কোনো অনুমতি চায়নি। তবে মূল বিষয় হলো আগে জানতে হবে সে আসলেই চুক্তিটা করেছে কিনা।’
গুঞ্জন রয়েছে এশিয়া কাপে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে যাচ্ছেন সাকিব আল হাসান। আর এই কারণে বিসিবি চাইছে না তিনি এই ধরনের জুয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে কোনোভাবে জড়ান। আর সেটি হলে বিসিবিকে অধিনায়ক নিয়ে ভাবতে হবে আরো একবার। ২০২০ এ জুয়াড়িদের সঙ্গে হোয়াটস অ্যাপে সাকিবের যোগাযোগের প্রমাণের ভিক্তিতে তাকে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাÑ আইসিসি। এতে দেশ ও তার নিজের ব্যাপকভাবে ভাবমূর্তি ক্ষুন্ন হয়।

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status