ঢাকা, ২ এপ্রিল ২০২৫, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ২ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারের ধ্বংসস্তূপে ৬০ ঘণ্টা আটকে থাকার পর জীবিত উদ্ধার তরুণী

মানবজমিন ডিজিটাল

(১ দিন আগে) ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২১ অপরাহ্ন

mzamin

বিধ্বংসী ভূমিকম্পে মিয়ানমারের শয়ে শয়ে ঘরবাড়ি ভেঙে পড়েছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২০০০ জনের।  ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন অনেকে। চলছে উদ্ধারকাজ। সেই আবহে এবার ভূমিকম্পের তিন দিন পর ধসে পড়া এক হোটেলের ধ্বংসাবশেষ থেকে জীবিত অবস্থায় টেনে বের করা হল এক তরুণীকে। মিয়ানমারের চীনা দূতাবাসের তরফে ফেসবুক পোস্টে বলা হয়েছে- চীনা, রাশিয়ান এবং স্থানীয় উদ্ধারকারী দলগুলোর ৫ ঘণ্টার অভিযানের পর মান্দালয় শহরের ধসে পড়া গ্রেট ওয়াল হোটেলের নিচে ৬০ ঘণ্টা আটকে থাকার পর ওই তরুণীকে ধ্বংসস্তূপ থেকে বের করা হয়েছে। তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন বলে  জানা গেছে। 

মান্দালয় শহরটি ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থিত, যেখানে গত শুক্রবার ৭.৭-মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এই বিধ্বংসী ভূমিকম্প শুধু মিয়ানমার নয়, প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে, উদ্ধার কর্মীরা ক্রেন এবং স্নিফার ডগ ব্যবহার করে ৭৬ জনের জন্য মরিয়া অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। অনুমান  করা হচ্ছে যে তারা একটি নির্মীয়মান আকাশচুম্বী ভবনের নিচে চাপা পড়ে আছেন। ব্যাংককের গভর্নর চ্যাডচার্ট সিট্টিপুন্ট বলেছেন, ‘উদ্ধারকারীরা হাল ছাড়তে নারাজ। ৭২ ঘন্টা পরেও অনুসন্ধান অব্যাহত থাকবে কারণ তুরস্কে, এক সপ্তাহ ধরে আটকে থাকা লোকেরা বেঁচে গেছিলো। অনুসন্ধান বাতিল করা হয়নি।’

তিনি বলেন, ধ্বংসস্তূপ অঞ্চলে মেশিন স্ক্যানে ইঙ্গিত মিলেছে যে, নিচে এখনও মানুষ জীবিত থাকতে পারে এবং তাদের অবস্থান চিহ্নিত করার জন্য স্নিফার ডগ পাঠানো হচ্ছে। রবিবার পর্যন্ত থাইল্যান্ডে সরকারীভাবে মৃতের সংখ্যা ছিল ১৮, যা বাড়তে পারে বলে অনুমান। মিয়ানমারের সামরিক জান্তা  সরকার জানিয়েছে, রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১ ,৭০০ ছাড়িয়ে গিয়েছে। বেসরকারি সূত্র যদিও বলছে, সংখ্যাটা ২,০২৮। ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। আহত হয়েছেন প্রায় সাড়ে তিন হাজার মানুষ। ভেঙে পড়েছে বহু ভবন, রাস্তা, সেতু। জাতিসংঘ বলেছে যে তারা মধ্য মায়ানমারে  ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আনুমানিক ২৩ হাজার মানুষের কাছে  ত্রাণ সরবরাহ করছে। ভারত, চীন এবং থাইল্যান্ডের পাশাপাশি মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং রাশিয়া  ত্রাণ সামগ্রী ও উদ্ধারকারী দল পাঠিয়েছে মিয়ানমারে।মার্কিন যুক্তরাষ্ট্র ‘মিয়ানমার-ভিত্তিক মানবিক সহায়তা সংস্থার মাধ্যমে’ ২ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

সূত্র : হিন্দুস্থান টাইমস

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status