অনলাইন
মাস্কের বিপুল অর্থব্যয় সত্ত্বেও জয়ী ডেমোক্র্যাট প্রার্থী সুসান ক্রফোর্ড
মানবজমিন ডিজিটাল
(৩ দিন আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৩ পূর্বাহ্ন

ডনাল্ড ট্রাম্পের সামনে বড় ধাক্কা। উইসকনসিনের ভোটাররা সুপ্রিম কোর্টের জন্য তার পছন্দের প্রার্থীকে প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্পের বিলিয়নিয়ার উপদেষ্টা ইলন মাস্ক নির্বাচনে প্রভাব ফেলার জন্য লাখ লাখ টাকা ব্যয় করার পরেও সুপ্রিম কোর্টের বিচারপতি নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ব্র্যাড শিমেলকে হারিয়ে জয়ী হলেন ডেমোক্র্যাট সমর্থিত সুসান ক্রফোর্ড। এই জয়ের ফলে সুপ্রিম কোর্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল উদারপন্থী বিচারকরা।
আমেরিকার সাম্প্রতিক পরিস্থিতিতে বিচারপতি পদে সুসান ক্রফোর্ডের জয় ট্রাম্প প্রশাসনের জন্য বিরাট ধাক্কা বলে মনে করা হচ্ছে। ফ্লোরিডার রিপাবলিকান-অধ্যুষিত কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ট্রাম্প সহজে জয় পেলেও উইসকনসিনের বিচার বিভাগীয় প্রতিযোগিতা তার প্রেসিডেন্ট পদে প্রথম বড় নির্বাচনী পরীক্ষা হিসেবে চিহ্নিত হয়েছিল এবং ফলাফল তার পক্ষে যায়নি। নির্বাচনের আগে ট্রাম্প শিমেলের পক্ষে আদাজল খেয়ে প্রচারণা চালিয়েছিলেন। তাকে ‘দেশপ্রেমিক’ হিসেবে আখ্যা দিয়েছিলেন এবং ক্রফোর্ডকে ‘উগ্র বামপন্থী উদারপন্থী’ হিসেবে প্রজেক্ট করেছিলেন।
ট্রাম্প বলেছিলেন, সুসান ক্রফোর্ড যদি জয়ী হন তাহলে তা উইসকনসিনের বিচার বিভাগের জন্য ‘বিপর্যয়কর’ হবে। ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ক্রফোর্ডকে ‘শিশু নির্যাতনকারী’ এবং ‘ধর্ষকদের ছেড়ে দেয়ার’ দায়ে অভিযুক্ত করেছেন। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক ব্যক্তিগতভাবে উইসকনসিনে প্রচারণা চালিয়েছিলেন ব্র্যাড শিমেলের পক্ষে। ভোটের রায় বেরোনোর পর মাস্ক বলেন, ‘এটা সেই অদ্ভুত পরিস্থিতিগুলোর মতো। আপাতদৃষ্টিতে ছোট একটি নির্বাচন, কিন্তু এটি গোটা পশ্চিমা সভ্যতার ভাগ্য নির্ধারণ করবে।’
গত রবিবার উইসকনসিনে একটি সমাবেশও করেন মাস্ক। যেখানে ভোটারদের ১০ লাখ টাকার চেক বিতরণ করেন তিনি। অন্যদিকে, ডেমোক্র্যাট সমর্থিত ক্রফোর্ডের পক্ষে প্রচারে নামেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জর্জ সরোসের মতো বিলিয়নিয়ারা। শেষ পর্যন্ত এই নির্বাচনে মুখ পড়ে রিপাবলিকানদের। সুসান ক্রফোর্ডের জয়ের সঙ্গে সঙ্গে মার্কিন সুপ্রিম কোর্টে উদারপন্থী গোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠতা ৪-৩ হয়েছে। ২০২৮ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টে সংখ্যাগরিষ্ঠতা উদারপন্থী গোষ্ঠীর কাছেই থাকবে। উইসকনসিন সুপ্রিম কোর্ট রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভোটারদের মেজাজ পরীক্ষা করার পাশাপাশি এটি সিদ্ধান্ত নেবে যে রাজ্যের শীর্ষ আদালত নির্বাচনী আইনকে প্রভাবিত করে-বাম না ডানে ঝুঁকে আছে। শিমেলের হয়ে প্রচারণার জন্য ট্রাম্পের মিত্ররা নির্বাচনে ৫৩ মিলিয়ন ডলারেরও বেশি তহবিল ব্যয় করেছেন। এর মধ্যে ১২ মিলিয়ন ডলার এসেছে মাস্কের আমেরিকা পিএসি থেকে।
অন্যদিকে, ক্রফোর্ড ও তার সমর্থকরা প্রায় ৪৫ মিলিয়ন ডলার ব্যয় করেছেন। উইসকনসিনের বিপর্যয়ের বিপরীতে দুই ট্রাম্প সমর্থিত প্রার্থী মার্কিন হাউস আসন পূরণের জন্য ফ্লোরিডার বিশেষ নির্বাচনে জয়লাভ করেছেন। রিপাবলিকান র্যান্ডি ফাইন ফ্লোরিডার ষষ্ঠ জেলায় জয়লাভ করেছেন, যেখানে জিমি প্যাট্রোনিস ফ্লোরিডার প্রথম জেলায় জয় দাবি করেছেন। ট্রাম্প উভয় জয়ের কৃতিত্ব নিজের হাতে নিয়ে গর্ব করে বলেছেন যে, তার সমর্থন আবারও ‘ডেমোক্র্যাটদের অশুভ শক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী’ প্রমাণিত হয়েছে। সূত্র: wionews
পাঠকের মতামত
অভিনন্দন সুসান ক্রফোর্ড।
দারুণ বিষয়।
জনগণের বিবেক এখনও জাগ্রত। এই বার শুরু হল ট্রাম্পের পাগলামি করার জবাব। যারা নির্বাচনে তাকে সমর্থন করেছিল তারা এখন তাদের ভুল উপলব্ধি করছে মনে হচ্ছে । ট্রাম্পের সঙ্গে আরেক পাগল হল মাস্ক। তাকে কিভাবে আমেরিকার বিবেকবান জনগণ জব্ধ করবে ?