ঢাকা, ৬ এপ্রিল ২০২৫, রবিবার, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৬ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

বড় সংস্কারগুলো নির্বাচিত প্রতিনিধি দ্বারা হওয়া উচিত: পার্থ

ভোলা প্রতিনিধি

(১৪ ঘন্টা আগে) ৫ এপ্রিল ২০২৫, শনিবার, ৮:০৪ অপরাহ্ন

mzamin

বিজেপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভোলা এসেছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। শনিবার ভোলার শান্ত নীড়ে পৌঁছে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি নরেন্দ্র মোদি ও ড. ইউনূসের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠককে পজিটিভ বলে উল্লেখ করেন। এছাড়া তিনি ড. ইউনূসকে গ্লোবাল এসেট আখ্যায়িত করে সংস্কার নির্বাচন এবং স্থানীয় সরকার নিয়ে খোলামেলা কথা বলেন সাংবাদিকদের সাথে। এসময় পার্থ বলেন, ইউনূস সাহেব আমাদের গ্লোবাল সেট। ইউনূস সাহেবের সরকার একটি বিপ্লবের সরকার। এ সরকার জনগণের ভোট দ্বারা নির্বাচিত সরকার না হলেও আমরা এ সরকারকে জনগণের সরকারই বলে থাকি। এই সরকারকে সহযোগিতা করার জন্য প্রথম থেকেই আমরা অঙ্গীকারবদ্ধ হয়ে সরকারের সাথে কাজ করে যাচ্ছি। আমরা সেভাবেই ইউনূস সরকারকে সাহায্য করেও যাচ্ছি।

নির্বাচন প্রসঙ্গে পার্থ আরো বলেন, আমরা শুনেছি নির্বাচন ডিসেম্বরেই হবে অথবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। যদি বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথে প্রয়োজনীয় আলাপ-আলোচনা শেষ করেই নির্বাচন হওয়া উচিত। যে সংস্কারগুলো নির্বাচনের আগে হবে না সেগুলো জনগণের সরকার এসে করবে। আমাদের কমিটমেন্ট তো মানুষের উপর, ভোটারদের উপর। আমরা যদি সে কমিটমেন্ট না রাখি তাহলে জনগণের কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে। যেই সংস্কারে রাজনৈতিক দলগুলো সবাই  ঐক্যমতে পৌঁছায় সেগুলো দ্রুত করা জরুরি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পার্থ আরো বলেন, এত বছর দেশে নির্বাচন হয় নাই মানুষ তাকিয়ে আছে। জনপ্রতিনিধিত্বের জন্য মানুষের একটা আকাক্সক্ষা আছে। একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত মানুষ আকাক্সক্ষার মতো তাকিয়ে থাকে। তাই নির্বাচন  দ্রুত  জরুরি। তিনি সরকারের দ্বিকক্ষ বিশিষ্ট নির্বাচন প্রক্রিয়া নিয়ে আরো বলেন, ফর্মেশন দেখে আমার কাছে হয়েছে বাংলাদেশের উন্নয়ন করতে হলে স্থানীয় সরকার অবস্থা আরো উন্নয়ন করতে হবে। আরেকটি চেম্বার যদি করতে হয় তাহলে ৫শ’ উপজেলা চেয়ারম্যান থেকে আরম্ভ করে ১১১টা পৌরসভার ও জেলা পরিষদসহ এদের নিয়ে যদি একটা চেম্বার করা যায় এবং সেখানে যদি একটা বরাদ্দের ব্যবস্থা করা যায়, এবং উন্নয়নের বাজেট এদের হাতে দেওয়া যায় আমার মনে হয় যে এটা আরো অনেক বেশি জনসমর্থন হবে এবং সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। এসময় তিনি আরো বলেন, ইন্ডিয়ার সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক যে আলোচনা হয়েছে তা খুবই পজেটিভ যা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। এ ধরনের আন্তর্জাতিক দ্বীপাক্ষিক আলোচনা পজেটিভ হিসেবে আমরা দেখছি। ৬ই এপ্রিল বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের সফরে ভোলা এসেছেন বিজেপি চেয়ারম্যান।
 

পাঠকের মতামত

Bhai mone hoy shoshor bari theke chape achen!

Sohel
৫ এপ্রিল ২০২৫, শনিবার, ৮:০৭ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status