ঢাকা, ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

এপ্রিলে মালয়েশিয়া সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট

স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া

(২৩ ঘন্টা আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৪ পূর্বাহ্ন

mzamin

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে এপ্রিলের মাঝামাঝি মালয়েশিয়া সফরের পরিকল্পনা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সফরের কেন্দ্রবিন্দুতে থাকছে বাণিজ্য এবং আসিয়ান সম্পর্কের ওপর মনোযোগ।

সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে গতকাল মালয় মেইল জানিয়েছে, গত নভেম্বরে বেইজিংয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের পর কূটনৈতিক সূত্র আশা করছে যে, চীনের প্রেসিডেন্ট শি মালয়েশিয়ায় তিন দিন সফর করবেন। সাউথ চায়না মর্নিং পোস্ট একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে এই সফর অবশ্যই ভালো হবে।

এ বছর আসিয়ানের চেয়ার হিসেবে দায়িত্ব পালনকারী মালয়েশিয়া চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ চালিয়ে যাচ্ছে। কারণ গত বছর দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনবার চীন সফর করা আনোয়ার ফেব্রুয়ারিতে বলেছিলেন, মালয়েশিয়া আগামী মাসগুলোতে চীনের প্রেসিডেন্ট শি এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির সফরের প্রত্যাশা করছে।

তবে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বাংলাদেশ এখনো কোনো দাওয়াত পাইনি বলে জানিয়েছে মালায়শিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের কূটনৈতিক একটি সূত্র।

মালয়েশিয়া সফরের এ প্রতিবেদনে আরো বলা হয়েছে, সফরে চীনের প্রেসিডেন্ট শি ভিয়েতনাম ও কম্বোডিয়াও পরিদর্শন করবেন। এটি ২০২৫ সালে তার প্রথম বিদেশ সফর হবে। এই সফরকে চীনের আঞ্চলিক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টার অংশ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে এ সফর বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status