ঢাকা, ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

স্বাস্থ্য বিভাগে ব্যাপক ছাঁটাই শুরু করেছে ট্রাম্পের প্রশাসন

মানবজমিন ডিজিটাল

(১ দিন আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ৫:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

mzamin

স্বাস্থ্য বিভাগে ব্যাপক ছাঁটাই শুরু করেছে ডনাল্ড ট্রাম্প  প্রশাসন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের কর্মীরা বরখাস্তের নোটিস পেতে শুরু করেছেন। এই সিদ্ধান্তটি স্বাস্থ্য সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়রের জাতীয় স্বাস্থ্যসেবায় কর্মী ছাঁটাই করার পরিকল্পনার অংশ, যা তিনি ট্রাম্প প্রশাসনে শপথ নেওয়ার পর থেকে ঘোষণা করেছিলেন। মার্কিন সিনেট সহায়তা কমিটি ১০ এপ্রিল এই বিষয়ে শুনানির জন্য কেনেডিকে তলব করেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ্য বিভাগের  কর্মীদের বরখাস্ত করা শুরু হয়েছে। যার মধ্যে যৌন রোগ, বিশ্ব স্বাস্থ্য এবং জন্মগত ত্রুটি নিয়ে কাজ করা কর্মীরাও অন্তর্ভুক্ত রয়েছে। ছাঁটাইয়ের প্রভাব পড়েছে খাদ্য, ওষুধ এবং তামাক সুরক্ষার সঙ্গে সম্পর্কিত বিভাগগুলিতেও। ওই সমস্ত বিভাগের শীর্ষ কর্মকর্তাদের বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বরখাস্ত করা কর্মীদের তাৎক্ষণিকভাবে তাদের স্বাস্থ্য সংস্থার কম্পিউটার সিস্টেম থেকে লক  আউট করে দেওয়া হয়েছিল, যার ফলে অফিসে তাদের কাজ বন্ধ হয়ে যায় এবং তারা অংশীদারদের সাথে যোগাযোগ করতে অক্ষম হয়ে পড়েন। 

কেনেডি ২৭শে মার্চ ঘোষণা করেছিলেন যে তিনি জাতীয় স্বাস্থ্য পরিষেবা থেকে ১০,০০০ কর্মীকে ছাঁটাই করার পরিকল্পনা করছেন। বাইআউট প্রোগ্রামের মাধ্যমে স্বেচ্ছায়  প্রস্থানের পাশাপাশি, সংস্থার কর্মী সংখ্যা ৮২,০০০ থেকে ৬২,০০০ নেমে আসবে  বলে আশা করা হচ্ছে।ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক গত তিন মাস ধরে মার্কিন আমলাতন্ত্রে বড় ধরনের কাটছাঁটের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ট্রাম্প যুক্তি দিয়ে বলেছেন, ফেডারেল সরকার খুব চাপে আছে। অপচয় ও জালিয়াতির কারণে প্রচুর অর্থ নষ্ট হচ্ছে। কেন্দ্রীয় সরকারের প্রায় ৩৬ লাখ কোটি ডলার ঋণ আছে এবং গত বছর ১ লাখ ৮০ হাজার কোটি ডলারের ঘাটতি আছে। এফডিএ-র প্রধান তামাক নিয়ন্ত্রক ব্রায়ান কিংকেও তার পদ থেকে অপসারণ করা হয়েছে। ব্লুমবার্গের প্রাপ্ত একটি ইমেল অনুসারে, তিনি লিখেছেন, “ভারাক্রান্ত হৃদয় এবং গভীর হতাশার সাথে জানাচ্ছি যে আমাকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়েছে।” ডেমোক্র্যাট আইন প্রণেতারা এই পদক্ষেপের নিন্দা করেছেন। ওয়াশিংটনের সিনেটর প্যাটি মারে ভয়াবহ পরিণতির বিষয়ে সতর্ক করেছেন, বিশেষ করে জনস্বাস্থ্য সংকটের ক্ষেত্রে।

সূত্র : হিন্দুস্থান টাইমস

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status