ঢাকা, ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন

চট্টগ্রামকে আলাদা করার হুঁশিয়ারি দিলেন ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ মাণিক্য

অনলাইন ডেস্ক

(১ দিন আগে) ২ এপ্রিল ২০২৫, বুধবার, ৪:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৪ পূর্বাহ্ন

mzamin

সম্প্রতি চীনে গিয়ে উত্তর-পূর্ব ভারত নিয়ে মন্তব্য করেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আর সেই মন্তব্যের জবাবে এবার বাংলাদেশ থেকে চট্টগ্রামকে আলাদা করে দেয়ার হুঁশিয়ারি দিলেন তিপ্রা মোথা নেতা তথা ত্রিপুরার মহারাজা প্রদ্যোৎ মাণিক্য। উত্তর-পূর্বের এই নেতা দাবি করেন, ১৯৪৭ সালে চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠী ভারতের সঙ্গেই থাকতে চেয়েছিলেন। তখন চট্টগ্রাম বন্দর হাতছাড়া করা ভারতের জন্য ঠিক হয়নি বলে মন্তব্য করেন প্রদ্যোৎ।

এরই সঙ্গে ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে প্রদ্যোৎ মনে করিয়ে দেন, চট্টগ্রাম বন্দর ত্রিপুরা থেকে খুব একটা দূরে নয়। এই আবহে বাংলাদেশের মধ্যে দিয়েই ভারতকে ‘রাস্তা করে নেয়ার’ পরামর্শ দেন প্রদ্যোৎ।

উল্লেখ্য, রিপোর্ট অনুযায়ী, চীন সফরে উত্তর-পূর্ব ভারতের ৭ রাজ্যকে নিয়ে মন্তব্য করেছিলেন ড. ইউনূস। তিনি নাকি বলেছিলেন, উত্তর-পূর্বে ভারতের সাতটি রাজ্য স্থলবেষ্টিত অঞ্চল। তাদের সমুদ্রে পৌঁছনোর কোনও উপায় নেই। এই অঞ্চলে আমরাই সমুদ্রের দেখভাল করি। এটি একটি বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণ হতে পারে।

এই আবহে প্রদ্যোৎ বলেন, ‘আমাদের আদিবাসীদের সমর্থন করে সমুদ্রে যাওয়ার পথ তৈরি করার সময় এসেছে ভারতের কাছে। একসময় চট্টগ্রাম শাসন করত এই আদিবাসীরাই। তাই আমরা আর এই অকৃতজ্ঞ শাসনের ওপর নির্ভরশীল নই। ভারতের সবচেয়ে বড় ভুল ছিল ১৯৪৭ সালে বন্দরটি ছেড়ে দেয়া। সেখানে বসবাসকারী পাহাড়ি জনগণ ভারতের অংশ হতে চাইতেন। জনাব ইউনূস মনে করতে পারেন যে, তিনি সমুদ্রের অভিভাবক। কিন্তু বাস্তবতা হল তিনি প্রায় ৮৫ বছর বয়সী একজন স্টপ-গ্যাপ নেতা। ভুলে গেলে চলবে না, তিনি যে বন্দরের কথা বলছেন তা ত্রিপুরা থেকে মাত্র কয়েক মাইল দূরে।’

এদিকে ইউনূসের মন্তব্যের পরিপ্রেক্ষিতে চিকেনস নেক করিডরে পরিকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিতে বলেন হিমন্ত। তবে সেই পরিপ্রেক্ষিতে প্রদ্যোৎ বলেন, ‘উদ্ভাবনী এবং চ্যালেঞ্জিং ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোটি কোটি টাকা ব্যয় করার পরিবর্তে আমরা বাংলাদেশকে ভেঙে ফেলতে পারি এবং সমুদ্রে যাওয়ার জন্যে আমাদের নিজস্ব রাস্তা পেতে পারি। পার্বত্য চট্টগ্রামে সর্বদা আদিবাসী উপজাতিদের বসবাস ছিল। তারা ১৯৪৭ সাল থেকে সর্বদা ভারতের অংশ হতে চেয়েছিল। সেখানে লাখ লাখ ত্রিপুরা, গারো, খাসি ও চাকমা জনগোষ্ঠী রয়েছে। তারা ভয়ঙ্কর পরিস্থিতিতে বাংলাদেশে বসবাস করছে। এটি আমাদের জাতীয় স্বার্থ এবং তাদের মঙ্গলের জন্য ব্যবহার করা উচিত।’

পাঠকের মতামত

ভাতিজা ১৯৪৭ আসাম ত্রিপুরা পশ্চিম বঙ্গ ছেড়ে দেয়া ছিল পাকিস্তানের বড় ভুল। বাংলাদেশ সেই ভুল শুধারাতে প্রস্তুত ভাতিজা। কায়দে আজম ভুল করেছে ড. মোহাম্মদ ইউনুস সেই ভুল শুধরাতে প্রস্তুত সংগে ১৮ কোটি জনগণ, পাশে আছে পাকিস্তানী ২৫ কোটি + ১৫০ কোটি লাল ফৌজ।

Imran
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১২:৪৫ অপরাহ্ন

আহ ভাতিজা! আহ।

Sayeed
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৮:৫৩ পূর্বাহ্ন

আমরা ধন্য যে পৃথিবীতে ভারত নামের জোকার দেশটি আমাদের প্রতিবেশী। ওরা না থাকলে আমরা এতো বিনোদন কোথা থেকে পেতাম!

A
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫৬ পূর্বাহ্ন

আয় একবার, এমন শিক্ষা দিবো, সারাজনম মনে রাখবি

ইমতিয়াজ
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২:৪৮ পূর্বাহ্ন

এই ইন্ডিয়ান্দের এই এক জ্বালা এরা কোন কিছুই সহজ সরল ভাবে দেখতে পারে না , এটা এদের জাতিগত প্রবলেম , নিজের বাসার ভিতরে কি হচ্ছে সেটা নিয়ে মাথা ঘামাবার সময়ে পায়ে না কিন্তু পাশের বাসার ভিতরে কি হচ্ছে সেটা নিয়েই এদের ঘুম হারাম , আজব এক জাতি!!!!!!!!!!!!!!!!!!! ডক্টর ইউনুস আমাদের সমুদ্র বন্দর আছে সেটাকে কাজে লাগানোর জন্য চেস্টা করছে আর তাতেই ওনাদের সেভেন সিস্টার নাকি ভেঙ্গে যাবে !!!!!!!! আসলেই ওরা হচ্ছে চুতিয়ার জাত , চীন ওদের লাদাখ নিয়ে নেংটা করে ছেড়েছে সেটার কোনই জবাব নেই আর এসেছে সেভেন সিস্টার গেলো গেলো বলে চিৎকার শুরু করেছে , নেড়ি কুকুর সব সময়েই একটু বেশি চিৎকার করে ।

হাফিজ মোহাম্মদ
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ১২:৪৬ পূর্বাহ্ন

আমার মনে হয় এই লোক গরুর expired গোমুত্র খেয়ে মাথা নষ্ট হয়ে গেছে,আরে ভাই এখন শেখ হাসিনা আর ক্ষমতায় নেই, যা বলবে তা মাথা পেতে নেবে ক্ষমতায় টিকে থাকার লোভে। বাংলাদেশীদের ভয় দেখানোর মত কলিজা ভারতবর্ষে এখনো জন্ম হয়নি। তোমরা আসো,আমরা তোমাদের উপযুক্ত শিক্ষা দিতে অপেক্ষায় আছি।

Md. Shahidul Hoque
২ এপ্রিল ২০২৫, বুধবার, ৯:৩৭ অপরাহ্ন

এক সময় আমরাওত ভারত শাসন করে ছিলাাম।

মোহাম্মদ মুহিব উল্লা
২ এপ্রিল ২০২৫, বুধবার, ৮:৫৩ অপরাহ্ন

ত্রিপুরার রাজধানী সিলেট,মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়, ও কুমিল্লা থেকে কয়েক কিলোমিটার দূরে।

Ruhul Amin
২ এপ্রিল ২০২৫, বুধবার, ৮:৩০ অপরাহ্ন

সেভেন সিস্টার্স বাংলাদেশের মধ্যে নিয়ে নিলেই ঝামেলা মিটে যায়। সুন্দর একটা বাংলাদেশের মানচিত্র হবে যেখানে রাজধানী ঢাকা।

Mozammel
২ এপ্রিল ২০২৫, বুধবার, ৭:০৯ অপরাহ্ন

চিকেন নেক দখলে নিয়ে পুরা সেভেন সিস্টার বাংলাদেশের মধ্যে নিলেই সমস্যার সমাধান।

Rashed Ahasan
২ এপ্রিল ২০২৫, বুধবার, ৬:২০ অপরাহ্ন

চিকেন নেকই খেয়ে ফেলবো

Sheikh Latif
২ এপ্রিল ২০২৫, বুধবার, ৬:০৯ অপরাহ্ন

নিজেদের সামলান ..... চীন সীমান্তে ।

Haider Ali
২ এপ্রিল ২০২৫, বুধবার, ৬:০৭ অপরাহ্ন

ভারতে রাজা না থাকলেও মহা রাজাদের ছড়াছড়ি। তাদের অনেকেই আবার কৌতুকাভিনেতা মত কথাবার্তা বলেন।

জামশেদ পাটোয়ারী
২ এপ্রিল ২০২৫, বুধবার, ৫:৫৩ অপরাহ্ন

কারো বাপের ক্ষমতা নাই চট্টগ্রামে আলাদা করার ভারত তো দূরের কথা

মোহাম্মদ ওমর ফারুক
২ এপ্রিল ২০২৫, বুধবার, ৫:৫০ অপরাহ্ন

আমরা বসে বসে আাংগুল চুষব।

obaidur rahman
২ এপ্রিল ২০২৫, বুধবার, ৫:৪১ অপরাহ্ন

Most welcome - খালি একবার আয়

জনতার আদালত
২ এপ্রিল ২০২৫, বুধবার, ৫:২৫ অপরাহ্ন

১৯৪৭ সালে বাংলাদেশের উচিত হয়নি আসাম , ত্রিপুরাকে হাত ছাড়া করা। বেশি ঘেউ ঘেউ করলে একেবারে আসাম আর ত্রিপুরাকে বাংলাদেশ গিলে খাবে।

maruf ahmed
২ এপ্রিল ২০২৫, বুধবার, ৫:২৪ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status