অনলাইন
মেট্রো ও আন্তঃনগর রেল চলাচল শুরু
স্টাফ রিপোর্টার
(১ দিন আগে) ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১২:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৯ পূর্বাহ্ন

ঈদুল ফিতরের ছুটি শেষে আজ থেকে রাজধানীতে আবারও মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে আন্তঃনগর ট্রেনও চলতে শুরু করেছে। দিনের প্রথম ট্রিপ হিসেবে সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মেট্রোরেলের একটি কোচ মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে রওনা করে।
এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহাদাত হোসেন মানবজমিন’কে বলেন, যাত্রীদের বিশেষ চাহিদা অনুযায়ি মঙ্গলবার ভোর ৬টা ১৫ মিনিটে রেলওয়ের ঢাকা স্টেশন (কমলাপুর) থেকে পর্যটক এক্সপ্রেস ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে। এছাড়াও রাজশাহীগামী ধুমকেতূ এক্সপ্রেস ভোর ৬টায় ছেড়ে গেছে। সকাল সোয়া ৭টায় এগারো সিন্ধুর প্রভাতী, সাড়ে ৭টায় তিস্তা এক্সপ্রেস, সকাল পৌনে ৮টায় মহানগর প্রভাতীসহ বেশ কয়েকটি ট্রেন কমলাপুর ছেড়েছে। তবে ট্রেনগুলোতে যাত্রী খুব কম। তিনি বলেন, চলতি সপ্তাহে ঢাকা থেকে মানুষ কম বাইরের গন্তব্যে যাবে। ভিড় বাড়বে ফিরতি ট্রেনগুলোতে। সেভাবে প্রস্তুতি নিয়ে ঢাকা থেকে সঠিক সময়ে আন্তঃনগর ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে, যেন দেশের বিভিন্ন স্টেশন থেকে নির্ধারিত সময়ে ট্রেনগুলো আবার ঢাকায় ফিরতে পারে।
এর আগে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর পক্ষ থেকে বলা হয়- ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের অন্যান্য দিনগুলোতে যথানিয়মে মেট্রোরেল চলবে।
অপরদিকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন এক আন্তঃমন্ত্রণালয় সভায় বলেছিলেন, ঈদের দিন সারা দেশে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের আগে সব ট্রেনের ডে-অফ বাতিল করা হবে, যা ঈদের পর পুনরায় কার্যকর হবে।