বিশ্বজমিন
মিয়ানমারে ৭ দিনের জাতীয় শোক, ভূমিকম্পে নিহতের সংখ্যা কমপক্ষে ২০০০
মানবজমিন ডেস্ক
(১ সপ্তাহ আগে) ৩১ মার্চ ২০২৫, সোমবার, ৯:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:৪৮ পূর্বাহ্ন

মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে। সেখানে ৭ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। শুক্রবারের প্রলয় সৃষ্টিকারী ভূমিকম্পে আহত হয়েছেন কমপক্ষে ৩৪০০ মানুষ। এখনও নিখোঁজ আছেন দুই শতাধিক মানুষ। শোক প্রকাশের ৭ দিনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার তিন দিন পর মিয়ানমার ও থাইল্যান্ডে জীবিতদের সন্ধান আরও জোরদার করা হয়েছে। সোমবার মান্দালয় শহরের ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন অন্তঃস্বত্তা নারী ও এক শিশু রয়েছে।
চীনা উদ্ধারকারী দল একজনকে থার্মাল কম্বলে মুড়ে বের করে নিয়ে আসতে সক্ষম হয়। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের কারণে অনেক দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো অভিযোগ করে বলছে, সামরিক বাহিনী ভূমিকম্পের পরও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী অবিলম্বে মিয়ানমারে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যেন, ত্রাণ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালিত হতে পারে।
এদিকে থাইল্যান্ডের ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে সোমবার আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই ভবন ধসে এখনো ৭৫ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকারী ডগ স্কোয়াড ও স্ক্যানিং মেশিন ব্যবহার করে নিখোঁজদের অনুসন্ধান চলছে। ব্যাংককের ডেপুটি গভর্নর জানিয়েছেন, ৭২ ঘণ্টা পার হলে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে যায়। তাই অভিযান দ্রুততর করা হচ্ছে।