প্রবাস
সর্ববৃহৎ ঈদের জামাত সম্পন্ন হলো লিসবনের মাতৃম মনিজ পার্কে
আবুল হোসেন আসাদ লিসবন ,পর্তুগাল থেকে
(৩ দিন আগে) ৩০ মার্চ ২০২৫, রবিবার, ৮:০০ অপরাহ্ন

রবিবার ৩০ শে মার্চ পর্তুগালের রাজধানী লিসবন- এর মাতৃম মনিজ পার্কে ইউরোপের সর্ববৃহৎ ঈদের নামাজ সম্পন্ন হলো। সকাল ৮.৩০ মিনিট স্থানীয় সময়ে ঈদের এই জামাত শুরু হয়। লিসবন বায়তুল মোকারম মসজিদের খতিব অধ্যাপক মাওলানা আবু সায়িদ ঈদ উল ফিতরের জামাত পরিচালনা করেন, নামাজ পূর্বে ঈদ উল ফিতরের তাৎপর্য নিয়ে বয়ান করেন মাওলানা আলাউদ্দিন।
শুধু মাত্র এ পার্কেই নয় লিসবনের সেন্ট্রাল জামে মসজিদ ও বাণিজ্যিক বন্দর নগরী ,পোর্তোর হযরত বেলাল (রাঃ) জামে মসজিদে দুইটি করে, রুয়া দে লউরেইরোর হযরত হামজা (রঃ) মসজিদে ঈদ উল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হয়।
লিসবনের আলামেদা পার্ক মাঠে দুইটি, ওডিভিলাস ঈদগাঁও, দামাইয়া,আমাদোরা, রিবাইরালো, মিলফন্তেস, আলবুফেইরা, লংগাইরা, আলগ্রাব, ফারো, কাসকাইস, ওডিমিয়ারা ষ্টেডিয়ামে, কোইমব্রা জামে মসজিদে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয় মুসলমানদের প্রানের উৎসব ঈদুল ফিতর।
ঈদের এ জামাতে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, মধ্যে এশিয়া, আফ্রিকা এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানগন অংশ নেন।
ঈদের জামাতে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত অংশগ্রহন ছিল লক্ষণীয়। সেই সাথে ঈদের জামাতের পর ইসলামিক প্রচলিত প্রথা অনুযায়ী মুসল্লীরা কোলাকুলি এবং কুশল বিনিময় করে। তবে লিসবনের বাংলাদেশীদের দেশীয় ঐতিহ্যবাহী পাজামা, রঙ্গিন পাঞ্জাবিতে বাংলাদেশীদের ঈদের ময়দানের দিকে ছুটে চলা যেন বাংলাদেশের কথাই মনে করিয়ে দিলো পর্তুগালের লিসবনের মাতৃ মনিজ পার্কের ঈদগাহ ময়দান প্রবাসের বুকে যেন এক খণ্ড বাংলাদেশ।