খেলা
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে পাকিস্তান দলে দুই পরিবর্তন
স্পোর্টস ডেস্ক
(৩ দিন আগে) ২৮ মার্চ ২০২৫, শুক্রবার, ২:০২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:০৫ অপরাহ্ন

শনিবার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের স্কোয়াডে আনা হয়েছে দুইটি পরিবর্তন। দলে যুক্ত হয়েছেন দুই ক্রিকেটার ফাস্ট বোলার হারিস রউফ এবং উইকেটকিপার ব্যাটার উসমান খান। টি-টোয়েন্টি সিরিজের পর এবার তারা ওয়ানডে দলেও যুক্ত হলেন। বরাবরের মতোই ওয়ানডে সিরিজে পাকিস্তানের নেতৃত্বে ফিরছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সহঅধিনায়ক হিসেবে থাকবেন সালমান আলি আগা।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বাইরে রেখেই ওয়ানডে দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মূলত তারুণ্য নির্ভর দল গড়তেই এমনটা করা হয়েছিল বলে জানায় পিসিবি।
সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে হ্যামিল্টনে ২ই এপ্রিল এবং তৃতীয় ম্যাচ ৫ই এপ্রিল মাউন্ট মঙ্গানুইতে অনুষ্ঠিত হবে। এ পর্যন্ত ওয়ানডে পরিসংখ্যানে এখন পর্যন্ত পাকিস্তান ও নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ১১৯ বার। এর মধ্যে নিউজিল্যান্ড জিতেছে ৫৪টি ম্যাচে। আর পাকিস্তান জয় পেয়েছে ৬১টি ম্যাচে। তিনটি ম্যাচ ফলাফলবিহীন এবং একটি ম্যাচ টাই হয়।
পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আগা (সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, আবরার আহমেদ, আকিফ জাভেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সুফিয়ান মোকিম, তৈয়ব তাহির, হারিস রউফ, উসমান খান।