ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

জিম্বাবুয়ে আমাদের শিক্ষা দিয়েছে: ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ৮ আগস্ট ২০২২, সোমবার, ১০:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ২:১৮ অপরাহ্ন

mzamin

টানা ৯ বছর ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে দাপট দেখিয়েছে বাংলাদেশ। ঘরে-বাইরে মিলিয়ে টানা পাঁচটি সিরিজ জয়ের গৌরবের পতন হলো অবশেষে। হারারেতে টানা দুই হারে ২০১৩ সালের পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এর আগে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারে টাইগাররা। তবে বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো এক সিরিজের পারফরম্যান্সে  সমালোচনা করতে চাইছেন না শিষ্যদের।

প্রথম ম্যাচে ৩০৩ এবং দ্বিতীয় ম্যাচে ২৯০ রান করেও জিম্বাবুয়ের কাছে হার মানে বাংলাদেশ। দুটি ম্যাচেই শুরুতে চাপে ছিল স্বাগতিকরা। কিন্তু সিকান্দা রাজারা সে চাপ সামলে নেন দারুণভাবে। টানা দুই অপরাজিত সেঞ্চুরিতে রাজা গড়ে দেন পার্থক্য। এছাড়া সেঞ্চুরি রয়েছেন ইনোসেন্ট কাইয়া ও রেজিস চাকাভা। 

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘গত দুই দিনের পারফরম্যান্স বিবেচনায় ওয়ানডে দলের সমালোচনা করা কঠিন। বিশেষ করে গত কয়েক বছর ধরে তারা যেমন খেলছে।

বিজ্ঞাপন
কিন্তু আমাদের অনেক কাজ বাকি। তারা (জিম্বাবুয়ে) চারটি সেঞ্চুরি করেছে। আমাদের একটিও নেই। কোচিং স্টাফের সদস্য এবং দলের সবাই শিক্ষা পেয়েছে। সামনে বিশ^কাপ। ভাগ্যক্রমে এসব ম্যাচে কোনো পয়েন্ট নেই।’ 

ডমিঙ্গো বলেন, ‘দুটি ম্যাচেই তারা ৬০/৩, ৪৯/৪ ছিল। ছেলেরা চাপের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ। বেশি আলগা বল করে ফেলেছে এবং ফিল্ডিং পজিশনও ঠিক ছিল না। তারা অধিক পরিশ্রম করছে কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে পারছে না। এটিই বড় হতাশার ব্যাপার। ভুল থেকে যদি না শেখেন, ভালো দল আপনাকে শাস্তি দেবেই।’

দ্বিতীয় ম্যাচে আরো ২০-২৫ রান বেশি করা প্রয়োজন ছিল বলে মনে করেন ডমিঙ্গো। তবে জিম্বাবুয়েকেও কৃতিত্বও দিচ্ছেন তিনি। টাইগার কোচ বলেন, ‘জিম্বাবুয়ে কৃতিত্বের দাবিদার। বিশেষ করে সিকান্দার রাজা। চাপের মুখে দুটি অসাধারণ ইনিংস খেলেছে সে। গতকাল (প্রথম ম্যাচ) হয়তো ২০ রান কম হয়েছিল। আজ  (রোববার) আরো ২০ রান কম করেছি। বিকাল বেলা এমন স্কোর (২৯০) ডিফেন্ড করা কঠিন। তবে আমি কোনো অজুহাত দিতে চাই না।’
বুধবার হোয়াইওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।  
 

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status