ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

সুন্দরবনে নতুন করে আগুন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
২৪ মার্চ ২০২৫, সোমবার
mzamin

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বারবার ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। পুড়ছে বিস্তীর্ণ বনভূমির গাছপালাসহ বিভিন্ন লতা-গুল্ম। প্রতি বছরই আগুন লাগছে। গত ২৩ বছরে অন্তত ২৬ বার আগুন লেগেছে সুন্দরবনে। আগুন লাগার পর কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন বলছে, বেশির ভাগ আগুন লেগেছে জেলে-মৌয়ালদের অসাবধানতায়। গতকাল বেলা ১২টায় গুলিশাখালী টহল ফাঁড়ি এলাকায় নতুন করে বনে আগুন লেগেছে।  

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আবারো আগুন লেগেছে। কলমতেজী ক্যাম্পের টেপারবিলে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। প্রায় ৪ একর বন পুড়ে গেছে। শনিবার দুপুর ১২টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বিকাল ৩টার দিকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বন বিভাগ। বাগেরহাট, মোরেলগঞ্জ শরণখোলা ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। 

এদিকে, সুন্দরবনে আগুনের কারণ ও করণীয় জানতে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাসকে প্রধান করে এই কমিটি করা হয়। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। কলমতেজীর ক্যাম্পে আগুন লাগার পরে রোববার বেলা ১২টায় গুলিশাখালী টহল ফাঁড়ি এলাকায় নতুন করে আগুন লেগেছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, রাত ৯টা থেকে বন বিভাগের নিজস্ব পাম্প ও পাইপ লাইনের মাধ্যমে আগুন লাগার স্থানে পানি দেয়া হয়। বনরক্ষী ও বন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় অন্তত শতাধিক স্বেচ্ছাসেবক রাতভর আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

পাঠকের মতামত

জেলে মৌয়ালদের অসাবধানতার কারনে পূর্বে এমনভাবে আগুনের ভয়াবহতা ছিল না। এত ঘন ঘন আগুন লাগার পিছনে কোন ষড়যন্ত্র আছে কিনা খতিয়ে দেখা দরকার।

Ahmad Zafar
২৪ মার্চ ২০২৫, সোমবার, ৯:১৪ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status