খেলা
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবাহনী ছাড়লেন বাদশা
স্পোর্টস রিপোর্টার
৮ আগস্ট ২০২২, সোমবার
গুঞ্জন ছিল দীর্ঘদিন আবাহনীর রক্ষণে সার্ভিস দেওয়া টুটুল হোসেন বাদশা এবার জার্সি বদল করতে যাচ্ছেন এবং তার নতুন ঠিকানা হতে যাচ্ছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আর বাদশা নিজেই খবরটি নিশ্চিত করলেন নিজের ফেসবুক ওয়ালে স্ট্যাটাস দিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ শেষ হওয়ার অনেক আগেই নতুন মৌসুমের জন্য নিজের ঠিকানা খুঁজে নিয়েছেন ফুটবলাররা। কাগজ-কলমে দল বদল না হলেও নতুন মৌসুমের জন্য বড় কয়েকটি ক্লাব এরই মধ্যে দল গুছিয়ে নিয়েছে। গত চার মৌসুমের মতো এবারও সবচেয়ে শক্তিশালী দল গঠন করতে যাচ্ছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। দেশীয় খেলোয়াড় দিয়ে এবারও দলটি তাদের একাদশ ও রিজার্ভ বেঞ্চ শক্ত করছে। আবাহনী ছেড়ে বসুন্ধরা কিংসে যাওয়ার ঘোষণা দিয়ে টুটুল হোসেন বাদশা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৬ দলের হয়ে প্রথম আবাহনীতে নাম লিখিয়েছিলাম ২০১২ সালে। ২০১৩-১৪ মৌসুমে প্রিমিয়ার লীগে অভিষেক হয়েছিল। সর্বশেষ লীগ পর্যন্ত আমি টানা আবাহনীতে ছিলাম। আমি পরবর্তী মৌসুমে বসুন্ধরা কিংসে যোগদান করতে যাচ্ছি। সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে যেন আরও ভালো কিছু করতে পারি।’ টুটুল হোসেন বাদশ দীর্ঘদিন খেলা ক্লাব আবাহনীর কোচ-অফিসিয়াল, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।