ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

খেলা

‘ম্যানইউ’র উচিত রোনালদোকে ছেড়ে দেয়া’

স্পোর্টস ডেস্ক
৮ আগস্ট ২০২২, সোমবার
mzamin

ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডকে এখনও অনেক গোল এনে দেবেন, তা নিয়ে সংশয় নেই ওয়েইন রুনির। তবে নিজের সাবেক ক্লাবের প্রতি তার পরামর্শ, রোনালদোর ওপর নির্ভরতা বাদ দিয়ে আস্তে আস্তে দল গুছিয়ে নেয়ার। নাটকীয় দলবদলে গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসেন রোনালদো। ক্লাবের চরম হতাশার মৌসুমে খানিকটা উজ্জ্বল ছিলেন কেবল তিনিই। সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ২৪ গোল। তবে চুক্তির এক বছর বাকি থাকতেই এই মৌসুমে তিনি ক্লাব ছাড়তে চান বলে খবর ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। গত মৌসুমে লীগে শীর্ষ চারে না থাকায় এবার চ্যাম্পিয়ন্স লীগে খেলতে পারছে না ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ম্যানইউ ছাড়তে চায়নি রোনালদোকে। নতুন কোচ এরিক টেন হাগ সাফ জানিয়ে দেন, রোনালদোর মতো একটা ‘টপ ফরোয়ার্ডকে’ তিনি ছাড়তে চান না এবং তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন। ক্লাবের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বের অনেকটায় অনুপস্থিত ছিলেন রোনালদো। পরে অবশ্য দলে যোগ দেন ৩৭ বছর বয়সী পর্তুগিজ তারকা। নতুন মৌসুম ইউনাইটেডের জার্সি গায়েই শুরু করতে যাচ্ছেন। তবে ক্লাব এখানে ভুল পথে হাঁটছে বলেই মনে করেন রুনি। ইউনাইটেডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রুনি টাইমস-এ লেখা কলামে তার প্রিয় ক্লাবকে বলেন রোনালদোকে মুক্তি দিয়ে সামনে তাকাতে। তিনি লিখেছেন, ‘আমি মনে করি, ইউনাইটেডের উচিত রোনালদোকে যেতে দেওয়া। এমন নয় যে টেন হাগের দলে রোনালদো খেলতে পারবে না। সে যে কোনো দলে খেলতে পারবে এবং সবসময়ই গোল এনে দেবে। তবে আমার ব্যক্তিগত ভাবনা হলো, ইউনাইটেড এখনও শিরোপা জয়ের চ্যালেঞ্জের জন্য প্রস্তুত নয়। এখন তাই লক্ষ্য হওয়া উচিত দলটাকে গুছিয়ে গড়ে তোলা, যেন তিন-চার বছরে লীগ জিততে পারে। সেভাবেই পরিকল্পনা করা উচিত।’ রুনি এখন যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে ডিসি ইউনাইটেডের কোচ। নিজের খেলোয়াড়ী জীবনের সেরা সময় কেটেছে যে ক্লাবে, সেই ইউনাইটেডের দুঃসময় তাকে নাড়া দেয়। বিশেষ করে, গত মৌসুমে ইউনাইটেডের খেলায় কোনো নির্দিষ্ট ঘরানা না দেখে হতাশ তিনি। এবার তার চাওয়া, দলের খেলায় এই ঘাটতি অন্তত দূর হবে। রুনি বলেন, ‘(গত মৌসুমে) আমি বুঝে উঠতে পারিনি পরিকল্পনার দিক থেকে বা নির্দিষ্ট কোনো ধরনের দিক থেকে তারা কী করার চেষ্টা করছে। আমার মনে হয়, টেন হাগের কোচিংয়ে সবচেয়ে বড় ব্যাপারগুলির একটি হবে খেলার ধরনে তার ছাপ রাখা।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status