শেষের পাতা
বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়ার সুযোগ নাই: চরমোনাই পীর
স্টাফ রিপোর্টার
২৩ মার্চ ২০২৫, রবিবারস্বৈরাচারের পূর্ণাঙ্গ বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে নির্বাচন ও রাজনীতি করতে দেয়ার কোনো সুযোগ নাই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। গতকাল রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় আমেলার নিয়মিত বৈঠকে পবিত্র মক্কা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, আমরা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে গণ্য করি না। কারণ তাদের মধ্যে রাজনৈতিক চরিত্রের বদলে মাফিয়া চরিত্র বেশি দেখা যায়। ফলে রাজনৈতিক দলের ক্ষেত্রে করণীয় নীতি-আদর্শ আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর গণহত্যা, গুম-খুন ও নিপীড়নের সঙ্গে জড়িত অভিযুক্ত ব্যক্তিরা এখনো আওয়ামী লীগের দায়িত্ব পালন করছে। ফলে এটা স্পষ্ট যে দল হিসেবেই আওয়ামী লীগ নিপীড়নের সঙ্গে সংযুক্ত। তাই স্বৈরাচারের পূর্ণাঙ্গ বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে নির্বাচন ও রাজনীতি করতে দেয়ার কোনো সুযোগ নাই।
রেজাউল করীম বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার দায় কেবল ব্যক্তি ও ব্যক্তিবর্গের ওপরে চাপিয়ে দল হিসেবে আওয়ামী লীগকে দায়মুক্তি দেয়া গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। বরং বিগত স্বৈরতন্ত্র যে চরিত্র ও ব্যাপকতা নিয়ে নিপীড়ন চালিয়েছে তাতে দল হিসেবে আওয়ামী লীগের দায় সুস্পষ্ট। তাই খুন, গুম, হত্যা ও নিপীড়নের জন্য দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে হবে। আগামীতে যাতে আর কোনো ফ্যাসিবাদ জন্ম না নিতে পারে।
তিনি বলেন, রক্তের দাগ এখনো শুকায়নি। অপরাধীদের এখানো শাস্তি হয়নি। এমন পরিস্থিতিতে যারা ফ্যাসিবাদী দলের পুনর্বাসনের অপচেষ্টা করছে তারা রক্তের সঙ্গে গাদ্দারি করছেন। তাই খুনিদের বিচারের আগে আওয়ামী লীগের নেতৃত্ব ও আওয়ামী লীগের পুনর্বাসনের আলাপ অনৈতিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ধরনের আলাপ-আলোচনাকে দেশ ও জনগণের স্বার্থবিরোধী মনে করে।
বৈঠকে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসেন জাফরি প্রমুখ।
পাঠকের মতামত
বিচারের আগে নির্বাচন করতে দেয়া ঠিক হবে না।
স্বৈরাচার স্বৈরশাসক পতিত সরকারের অপকর্মের বিচার না করে কোনভাবেই নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ করে দিলে শাহাদাৎ বরনারীদের রক্তের সংগে বেঈমানী করা হবে। রাজনীতি মতভেদ ভুলে একসঙ্গে প্রতিরোধ করতে হবে।
100% right
Awamileague er rajnity, churi, pachar, khomotar loov, bina vote Joy, goom, hotta, guli, shob manusher dekha shesh. Aibar shob kichur hishab abong bichar.