ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ঘাটাইলে সংবাদ প্রকাশের জেরে মানবজমিন প্রতিনিধির ওপর হামলা

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, রবিবার
mzamin

ঘাটাইলে সংবাদ প্রকাশের জেরে মানবজমিন প্রতিনিধি এবিএম আতিকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা তাকে রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঘাটাইল উইজডম ভ্যালি স্কুলের সামনে এ ঘটনা ঘটে। আহত আতিক জানান, গত ১৮ই মার্চ ‘বিএনপি’র ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতা, সমালোচনার ঝড়’ শীর্ষক সংবাদ মানবজমিন অনলাইনে প্রকাশিত হয়। এ বিষয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ওবায়দুল হক নাসিরের কাছে মুঠোফোনে বক্তব্য চাওয়া হলে তিনি বিষয়টি নিয়ে বেশি খোঁচাখুঁচি ও বাড়াবাড়ি করতে নিষেধ করেন। সংবাদ প্রকাশিত হলে চাপ আসবে বলেও হুমকি প্রদান করেন। গত ১৮ই মার্চ মানবজমিনে অনলাইন পোর্টালে সংবাদাটি প্রকাশিত হলে ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া ও ঘাটাইল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হেলালুর রহমান হেলাল সংবাদ প্রকাশের কারণ জানতে চান। বৃহস্পতিবার রাতে প্রেস ক্লাব থেকে বের হয়ে উইজডম ভ্যালি স্কুলের গেটে আসতেই ১৮-১৯ জন নাসিরের অনুসারী সাংবাদিক আতিককে ঘিরে ধরে। এ সময় তারা রশিদ চেয়ারম্যান ও নাসিরের বিরুদ্ধে নিউজ করার কারণ জানতে চায়। একপর্যায়ে আতিককে এলোপাতাড়ি কিল ঘুসি মারতে থাকে তারা।  লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। চিৎকারের শব্দ শুনে মসজিদের মুসল্লিরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।  স্থানীয়রা আহত আতিককে ঘাটাইল হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে বিএনপি নেতা লুৎফর রহমান খান আজাদসহ স্থানীয় নেতারা আহত সাংবাদিক আতিকুর রহমানকে দেখতে হাসপাতাল যান এবং ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।  এ বিষয়ে ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, হামলার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করার জন্য ঘাটাইল থানা পুলিশ তৎপর রয়েছে। এ সময় এসআই আজহারুলকে আহত আতিককে হাসপাতালে গিয়ে খোঁজখবর নেয়ার জন্য পাঠানো হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status