ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

গাজায় নিহত হামাসের সামরিক গোয়েন্দা প্রধান ওসামা তাবাশ

মানবজমিন ডিজিটাল

(১ মাস আগে) ২২ মার্চ ২০২৫, শনিবার, ৯:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৪ অপরাহ্ন

mzamin

ইসরাইলের হামলায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাশ নিহত হয়েছে । সম্প্রতি বিবৃতি জারি করে এমনটাই দাবি করেছে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ)। বিবৃতিতে  বলা হয়েছে , তাবাশ হামাসের নজরদারি এবং নিশানা (টার্গেটিং) ইউনিটেরও প্রধান ছিলেন। খান ইউনিস ব্রিগেডের ব্যাটেলিয়ন কমান্ডারের দায়িত্ব পালন করেছেন তিনি। স্থলভাগে হামাসের যুদ্ধকৌশল ঠিক করতেন। মূলত দক্ষিণ গাজ়াতেই তিনি সক্রিয় ছিলেন। তাঁর মৃত্যুকে বড়সড় সাফল্য হিসাবেই দেখছে আইডিএফ। কখন বা কোথায় তাবাশকে হত্যা করা হয়েছে তা বলা হয়নি এবং হামাস আইডিএফ- এর দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইতিমধ্যেই ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন যে তিনি স্থল বাহিনীকে গাজার আরও গভীরে অগ্রসর হতে এবং হামাসকে বাকি জিম্মিদের  মুক্ত করতে  চাপ দেওয়ার জন্য ভূমি দখলের নির্দেশ দিয়েছেন। ইসরাইল কাটজ বলেছেন -"হামাস যতই অপহৃতদের মুক্তি দিতে দেরি করবে, ইসরাইলের কাছে তত বেশি অঞ্চল হারাবে। 'যুদ্ধবিরতি  বর্ধিত হওয়ার পরেও  ইসরাইল  দিন কয়েক আগে আবার বিমান হামলা শুরু করে।

 দ্বিতীয় পর্যায়ের আলোচনা যতদিন চলবে ততদিন যুদ্ধবিরতি অব্যাহত থাকার কথা ছিল, কিন্তু ইসরাইলি নেতা বেনিয়ামিন নেতানিয়াহু  আলোচনায় যেতে অস্বীকার করেন। মঙ্গলবার থেকে এখনও  পর্যন্ত প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে তাদের মধ্যে বেশিরভাগই শিশু। ইসরাইল বলেছে যে হামাস এখনও তাদের হাতে বন্দি  ৫৯ জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে। যাদের মধ্যে ২৪ জন এখনো  জীবিত রয়েছে বলে বিশ্বাস। বৃহস্পতিবার, নেটজারিম করিডোরের কিছু অংশ পুনরুদ্ধার করার পর যা গাজার উত্তরকে দক্ষিণ থেকে বিভক্ত করে, ইসরাইলি সেনারা বেইট লাহিয়া শহরের পাশাপাশি দক্ষিণ সীমান্ত শহর রাফাহের দিকে অগ্রসর হয়।

ইসরাইল আরও বলেছে যে তারা গাজা সিটি সহ উত্তর গাজার উপর অবরোধ পুনরায় চালু করেছে। এদিকে, গাজা শহরের পূর্বে শুক্রবার একটি বিস্ফোরণে একজন দম্পতি এবং তাদের দুই সন্তানের মৃত্যু হয়েছে।  প্রত্যক্ষদর্শী এবং একটি স্থানীয় হাসপাতালের মতে, একই ভবনে আরও দুটি শিশু মারা গেছে।ইসরাইলি সামরিক বাহিনীর দাবি,  গাজা শহরের একটি ভবনে লুকিয়ে থাকা জঙ্গিকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে।  বেসামরিক ক্ষতি কমানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। ইসরাইল আরও বলেছে যে তারা গাজা শহরের পশ্চিমে  অভিযান চালানোর পরিকল্পনা করছে এবং ফিলিস্তিনিদের আগে থেকে সেখান থেকে সরে যেতে বলে সতর্ক করেছে।

সূত্র : স্কাই নিউজ

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status