ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ২২ মার্চ ২০২৫, শনিবার, ৮:৪৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৪ অপরাহ্ন

mzamin

পরাজিত স্বৈরাচারের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশে (আইইবি) রুয়েটের প্রাক্তন ছাত্রদল (রুয়েট এক-জেসিডি এসোসিয়েশন) নেতৃবৃন্দের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।

রুহুল কবির রিজভী বলেন, আমরা ১৬ বছর রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আজকের এই পরিস্থিতি। কিছুটা স্বস্তির নি:শ্বাস আমরা নিতে পারছি। আমরা যাতে ভবিষ্যতে আরো বেশি করে স্বস্তির নি:শ্বাস নিতে পারি এবং এই স্বস্তিটা যাতে চিরস্থায়ী করা যায় সেজন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন ও বিচার বিভাগের স্বাধীনতা এবং ভিন্ন মতের প্রতি সহনশীলতা অর্থাৎ গণতন্ত্রের উপাদানগুলোকে প্রতিষ্ঠিত করতে হবে। 

তিনি বলেন, স্বস্তির নি:শ্বাস দীর্ঘ করতে হলে সামনে বেশকিছুটা পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। সেই পথ যাতে নির্বিঘ্নে পাড়ি দিতে পারি, সেই প্রচেষ্টা আমাদেরকে নিতে হবে। তা না হলে মনে রাখতে হবে যে, পরাজিত স্বৈরাচারের দানব তারা ঘুমিয়ে থাকার ভান ধরলেও মাঝে মাঝে জেগে ওঠার চেষ্টা করে। সেই ঘুমন্ত দানবের যাতে প্রত্যাবর্তন না ঘটে এবং নব্য বাকশাল বা অগণতান্ত্রিক শক্তির যাতে পুনরুত্থান না ঘটে, সেজন্য যত মতপার্থক্যই থাকুক আমাদেরকে সাধারণ ঐক্যের মধ্যে থাকতেই হবে।

বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, এ্যাবের সাবেক মহাসচিব প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী হেলাল উদ্দিন, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক রুহানি, শামীম রাব্বী সঞ্চয়, আব্দুল মোমিন তালকুদার প্রিন্স প্রমুখ।

পাঠকের মতামত

এইবার ঠিক কথা বলেছেন আর ঐক্যবদ্ধ থাকতে হলে প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজেদের ভিতরে গণতান্ত্রিক চর্চা শুরু করে দিতে হবে।

সাহিল
২৩ মার্চ ২০২৫, রবিবার, ১১:৫০ পূর্বাহ্ন

No more BAL in BD politics in any format All are criminals.

Dr. Jahir
২৩ মার্চ ২০২৫, রবিবার, ১২:৩৮ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status