খেলা
স্বপ্ন পূরণের জন্য চেষ্টা চালিয়ে যাবেন ফাহামিদুল
স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫, শনিবার
ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ফাহামিদুল ইসলামের বাংলাদেশের চূড়ান্ত দলে থাকা না থাকা নিয়ে গত কয়েকদিন ধরে চলছে বিস্তর আলোচনা, সমালোচনা। তবে সবকিছু ছাপিয়ে ফাহামিদুল নিজেই জানিয়েছেন বর্তমানে দলের সঙ্গে থাকতে না পারলেও একদিন লাল সবুজের জার্সি পরে মাঠে নামবেন। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা জানান ইতালির সিরি ডি’তে খেলা এ তরুণ ফরোয়ার্ড।
এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরার ৩৮ জনের প্রাথমিক দলে রাখা হয় ফাহামিদুলকে। পরবর্তীতে ৩০ জনকে নিয়ে সৌদি আরবে কোচ প্রস্তুতি ক্যাম্প শুরু করলে সেখানেও ছিলেন ১৮ বছর বয়সী এই ফুটবলার। সেই ক্যাম্পে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে তার হ্যাটট্রিক নিয়ে আলোচনা ওঠে। মাঠের অনুশীলনের বিভিন্ন ক্লিপ নেটিজেনদের কাছে ভাইরাল হয়। ফুটবল সমর্থকরা উচ্ছ্বসিত ছিল আরেকজন ভালো ফুটবলার আসছে ভেবে। কিন্তুসৌদি আরবের ক্যাম্প শেষ করে দল ঢাকায় ফেরার পর দেখা যায় ভিন্ন চিত্র। দলের সঙ্গে বাংলাদেশে না এসে ফাহামিদুল ফিরে যান ইতালিতে। বাংলাদেশে ফিরে প্রধান কোচ হাভিয়ের কাবরেরা ফাহামিদুলের প্রশংসা করলেও এই তরুণের জন্য ‘আরও সময় প্রয়োজন’ বলে তাকে দলের বাইরে রাখা হয় বলে জানানো হয়। এতে ক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। সামাজিক মাধ্যমে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন তারা। পরবর্তীতে এ নিয়ে প্রধান কোচ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা। পরবর্তীতে কোচের সঙ্গে একমত পোষণ করেন তারা।
অবশেষে জানা গেল ফাহামিদুলের প্রতিক্রিয়াও। বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি প্রথমে কৃতজ্ঞতা জানান সমর্থকদের প্রতি। একদিন লাল-সবুজের জার্সিতে মাঠে নামার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয়ও জানান এই তরুণ ফুটবলার। ফাহামিদুল লেখেন, ‘আমি ফাহামিদুল ইসলাম। বাংলাদেশের সকল মানুষের ভালোবাসা, সমর্থন ও প্রেরণার জন্য সত্যিই আমি কৃতজ্ঞ। আমার প্রতি আপনাদের অটল বিশ্বাস আমার যাত্রাজুড়ে বড় ছাপ ফেলেছে এবং যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের সকলের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ফাহামিদুল লেখেন, ‘আমি বাংলাদেশ ফুটবল দলের হয়ে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত এবার সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। তবে আমি বিশ্বাস করি, সবকিছুই কোনো একটি কারণে ঘটে এবং আমার যাত্রা এখনও শেষ হয়নি। ইনশাআল্লাহ, সৃষ্টিকর্তা যদি চান, একদিন আমি লাল-সবুজের জার্সি পরে মাঠে নামবো। দেশ ও সমর্থকদের জন্য আমার সবকিছু উজাড় করে দেব। ততদিন পর্যন্ত সে স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা চালিয়ে যাবো।’