বাংলারজমিন
আওয়ামী লীগ দেশে গুণ্ডাতন্ত্র চালু করেছিল: মুন্না
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
২২ মার্চ ২০২৫, শনিবার
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, আওয়ামী লীগ গত তিনটি নির্বাচন করেছে ভোটারবিহীন নির্বাচন। দিনের ভোট রাতে করেছে। ডামি ভোট করেছে। আর দেশে গুণ্ডাতন্ত্র চালু করেছিল। এই নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী শামীম ওসমানের পরিবার, অয়ন ওসমান, আজমেরী ওসমান, শাহ নিজাম ও তাদের দোসররা এ এলাকায় যে গুণ্ডামি করেছে, বিএনপি ক্ষমতায় এলে এগুলো কেউ করতে পারবে না। শুক্রবার দুপুরে শহরের মাসদাইরে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেলা যুবদলের আয়োজনে ঈদ উল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগের যে সকল ক্যাডার বাহিনী এখনো নারায়ণগঞ্জে অবস্থান করছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। আমি আমার দলের প্রতি কঠোর নির্দেশনা দিচ্ছি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কাউকে যদি অনুপ্রবেশের সুযোগ দেয়া হয় এর কোনো ক্ষমা হবে না। কেউ ফ্যাসিস্টদের সহযোগিতা করলে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। এ সময় প্রতিবন্ধী, অসহায় ও সামর্থ্যহীন ২ হাজার ৫০০ পরিবারে ঈদসামগ্রী পৌঁছে দেয়া হয়।
মুন্না বলেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই। কোনো ধরনের বিশৃঙ্খলা করে কেউ পার পাবে না। কোনো অন্যায়কারী পার পাবে না। উনি (তারেক রহমান) প্রতিটা ব্যাপারে সজাগ দৃষ্টি রাখেন। আমরা রাষ্ট্রক্ষমতায় নেই, প্রশাসনে নেই। আমরা নির্বাচন কেন চাইছি। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকারের মাধ্যমে কেউ যখন ক্ষমতায় আসে তখন জনগণের প্রতি তার দায়বদ্ধতা থাকে। তাকে জবাবদিহিতার মধ্যে থাকতে হয়। তিনি আরও বলেন, জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। মানুষকে কষ্ট দিয়ে রাজনীতি করা যাবে না। পুরাতন রাজনৈতিক ধারা থেকে আমাদের বের করে আনছেন তারেক রহমান। আমরা মানুষের কল্যাণের রাজনীতি করতে চাই।