শেষের পাতা
কমলাপুর স্টেশনে টিকিট কালোবাজারি গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
২২ মার্চ ২০২৫, শনিবার
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে রেলের অনলাইন টিকিটসহ এক কালোবাজারিকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে বিভিন্ন ট্রেনের ২১টি টিকিট ও একটি মোবাইল ফোন। গ্রেপ্তারকৃতের নাম মো. রাকিব। তিনি একজন পেশাদার টিকিট কালোবাজারি। গতকাল রেলওয়ে পুলিশের ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এসপি আনোয়ার হোসেন।
তিনি বলেন, গতকাল সকাল সাড়ে ৬টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা রেলওয়ে পুলিশ কর্তৃক কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে পেশাদার টিকিট কালোবাজারি মো. রাকিব মিয়া (২৪)কে গ্রেপ্তার করা হয়। ঢাকা টু কিশোরগঞ্জ রুটের ভিন্ন ভিন্ন দিনে এগারো সিন্ধু, গোধূলি, প্রভাতী ও কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ২১টি আসনের টিকিট ও ১টি স্মার্ট মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে প্রকৃত মূল্যের চেয়ে অধিক দামে অর্থাৎ ১৮০ টাকার টিকিট ৪৫০ থেকে ৫০০ টাকায় আগ্রহী যাত্রীদের নিকট বিক্রি করতো বলে স্বীকার করেছে। এসপি আনোয়ার বলেন, সে তার নিজের ও পরিচিত চারজনের এনআইডি ও মোবাইল নম্বর ব্যবহার করে মোট পাঁচটি রেলওয়ে সেবা অ্যাপস খোলে। সেখানে নিয়মিত ঢাকা টু কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের টিকিট অনলাইন থেকে সংগ্রহ করে। রাকিব Kishoreganj Train Ticket byu sell and exchange নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে আগ্রহী যাত্রীদের কাছে টিকিট বিক্রয় করে বিকাশ বা নগদের মাধ্যমে টাকা সংগ্রহ করেন। এরপর গ্রাহকের মোবাইলে টিকিটের পিডিএফ কপি পাঠিয়ে দেন। গ্রেপ্তারকৃত ঈদ পরবর্তী কিশোরগঞ্জ টু ঢাকা রুটের অনলাইন-ভিত্তিক টিকিট কালোবাজারির প্রস্তুতিসহ ফেসবুকে প্রচারণা চালাচ্ছিল। গ্রেপ্তার রাকিবের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
পাঠকের মতামত
রেলের টিকিট কালোবাজার বিক্রি হওয়ার সাথে রেলে'র টিকিট কাউন্টারে বিক্রেতা জড়িত তাঁকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হোক।
আপার ভাসুর রা আগেও আছিল - ধরা হয় নাই - ধরতে থাকেন - আর প্যাড়া দেবেনা