ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাবিতে বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার
২২ মার্চ ২০২৫, শনিবার
mzamin

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। ঘোষিত হয়েছে আওয়ামী লীগের বিচার চাওয়া নতুন প্ল্যাটফরম গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ। একই সঙ্গে এসেছে কর্মসূচিও। গতকাল জুমার নামাজের  পর থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন অংশ বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ও রাজু ভাস্কর্যে মিছিল করে। ইনকিলাব মঞ্চ, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের  শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ 
এবং ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এ বি জুবায়েরের নেতৃত্বে দুটি মিছিল রাজু ভাস্কর্যে বিক্ষোভ প্রদর্শন করে। সেখান থেকেই আসে এই নতুন প্লাটফরমের ঘোষণা।
এসময় শিক্ষার্থীরা ‘ধরি ধরি ধরি না, ধরলে কিন্তু ছাড়ি না’, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, করতে হবে’, ‘আওয়ামী লীগের চামড়া তুলে নিবো আমরা’, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, গড়িমসি চলবে না’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশ থেকে  সাবেক সহ-সমন্বয়ক সালমান শাহেদ বলেন, আমরা জান দিবো জুলাই দেবো না, জীবন দেবো তবুও শহীদদের সঙ্গে বেইমানি মেনে নেবো না। জুলাইয়ে কেউ কেউ যখন আওয়ামী লীগের সঙ্গে আপস করতে আসে তখন আমরা শহীদের সঙ্গে থেকেছি। তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না বলে আন্দোলন জারি রেখেছি। হাসিনার পতন ঘটিয়েছি যতদিন অবধি প্রতিশোধ নেয়া না হয়, যতদিন হাসিনার ফাঁসি না হয় আমরা বিশ্রাম নেবো না। 
সাবেক সহ-সমন্বয়ক ও ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন,  আজকে ওই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য কথা বলতে হচ্ছে, যারা ২০০০ মানুষকে হত্যা করেছে। ইন্টেরিমের উচিত ছিল গণহত্যার বিচার করা কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে তারা তা করতে ব্যর্থ হয়েছে। আজকে অনেকে আলাদা করে গুড আওয়ামী লীগ ব্যাড আওয়ামী লীগ বলতে চান। আরে যারা এখনো অনলাইনে হুমকি দিয়ে যায় তারা কিসের গুড আর কিসের ব্যাড। মাননীয় প্রধান উপদেষ্টা আমরা আপনার ওপর আস্থা রাখতে চাই, আপনি আওয়ামী লীগ ইস্যুতে গণভোটের আয়োজন করে দেখুন মানুষ কী চায়। মানুষ রায় দিবে তারা চায় না। আপনি আপনার সামপ্রতিক বক্তব্যের ব্যাখ্যা দিবেন বলে আশা করছি। এ পর্যায়ে নতুন প্ল্যাটফরমের দরকার হয়ে পড়েছে এই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে আজকে গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরন মঞ্চের ঘোষণা করছি; আসুন আমরা আবার ঐক্যবদ্ধ হই জুলাইয়ের মতো।

প্ল্যাটফরমের নতুন কর্মসূচি নিয়ে সাবেক সহ-সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, শনিবার আমাদের এই প্ল্যাটফরম থেকে বিকাল ৫টায় রাজু ভাস্কর্যের পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ-ইফতার ও অবস্থান কর্মসূচি পালিত হবে। এটা দুঃখজনক যে, যেই প্ল্যাটফরম আমাদের জুলাইয়ে ঐক্যবদ্ধ করেছিল সেই রাজনৈতিক প্ল্যাটফরম ১৫-২৫ হাজার আহত ছাত্র-জনতার রক্তের উপর দাঁড়িয়েও লক্ষ্য অর্জনে ব্যর্থ হলো। প্রতিটি মহল্লায়, পাড়ায়, স্কুল- কলেজে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আসুন আমরা এক হই।

 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status