ঢাকা, ১ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১ শাওয়াল ১৪৪৬ হিঃ

প্রবাস

বিএনপির জনগণের রায়কে সবসময় সমর্থন করে আসছেন - আনোয়ার হোসেন খোকন

মালদ্বীপ প্রতিনিধি

(১ সপ্তাহ আগে) ২০ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ৬:৫২ অপরাহ্ন

mzamin

বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে দেশটির রাজধানী মালেতে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১৮ই) মার্চ রাজধানী মালের  তিন তারকাবিশিষ্ট  ম্যানহাট বিজনেস হোটেলের  হলরুমে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে  ভার্চুয়ালি যোগদান করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

মালদ্বীপ বিএনপি’র  যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম এর যৌথ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো:  খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মালদ্বীপ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক প্রবাসী ডাক্তার ডঃ কে এম হুরিয়া পারভীন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।  

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,  বিএনপির জনগণের রায়কে সবসময় সমর্থন করে আসছেন। বাংলাদেশের জনগণ ভয়, নিপীড়ন এবং রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত একটি ভবিষ্যতের প্রত্যাশা কামনা করেন। তাই দেশের মানুষের স্বার্থ রক্ষায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। প্রবাসীরা অবস্থানরত স্ব-স্ব দেশের আইন মেনে চলে বিএনপি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য আহ্বান জানান।

বক্তারা আরো বলেন,  আমাদের নেতা তারেক রহমান এর নির্দেশনায় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিগত দেড় যোগ ধরে  খুনি শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছেন। আগামী দিনে ও দেশের জনগণের স্বার্থ রক্ষায় প্রবাসীরা কাজ করা যাবে মালদ্বীপ বিএনপি।  

অনুষ্ঠানে সারা বিশ্বের মুসলমানদের শান্তি কামনায় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা সহ জুলাই এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আহত নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মালদ্বীপ বিএনপি'র ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ।  

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মালদ্বীপ বিএনপি’র  উপদেষ্টা আবদুল ছালিম কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো: নেহের মিয়া রানা, সহ-সভাপতি  আলতাফ  হোসাইন , মো: শাহাআলম, মোহাম্মাদ  ফারুক,  আলমগীর মজুমদার, রহিম,  যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ ইয়াসিন মজুমদার,   মো: মানিক হোসেন, মোহাম্মদ আবু জাহের, প্রচার সম্পাদক মোঃ খলিলুর রহমান শাহাজী, সব প্রচার মোহাম্মদ পিয়াস, কোষাধক্ষ্য আব্দুল্লাহ কাদের প্রমূখ । এছাড়াও বিএনপির ও তার অঙ্গ সংগঠনের প্রায় ২ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।ছিলেন

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

প্রবাস সর্বাধিক পঠিত

বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্বের নিদর্শন/ আবারো খুলছে মালয়েশিয়ার কলিং ভিসা

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status