ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

আওয়ামী লীগ নেতার বিএনপি পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, বুধবার

বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৬ জন আহত হয়েছে। চাঁদা দাবির অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের জ্ঞানপাড়া গ্রামে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত রফিকুল ইসলাম বাবুর মা হনুফা বেগম পাথরঘাটায় রোববার লিখিত সংবাদ সম্মেলন করেছেন। ঘটনার সত্যতা অনুসন্ধানে পাথরঘাটা উপজেলা মানবজমিন প্রতিনিধি সরজমিনে এলাকার সকলের কাছে উক্ত ঘটনা সম্পর্কে জানতে চাইলে নাচনাপাড়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মহিউদ্দিন পান্না গতকাল মঙ্গলবার দুপুরে সংঘর্ষ ও চাঁদাদাবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতরা হলেন, রফিকুল ইসলাম বাবু (২২), হাফেজ মোল্লা (৫০), ফারুক মোল্লা (৫০), মোঃ আব্দুল্লাহ (১৭), মিজানুর রহমান (১৭)। মানবজমিন প্রতিনিধির সাথে হনুফা বেগম বলেন, কিছুদিন ধরে আমার ছেলে রফিকুল ইসলাম বাবুর কাছে চাঁদা দাবি করে আসছে স্থানীয় সোনা আহমেদ মুন্না । ওই চাঁদা দিতে অস্বীকার করায় গত ১৩  মার্চ সন্ধ্যার পরে দলবল নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমার ছেলে রফিকুল ইসলাম বাবু, আমার স্বামী ফারুক মোল্লা ও আমাদের প্রতিবেশী হাফেজ মোল্লাসহ ০৬ জন গুরুতর আহত হন । আহতদের মাথায়, বুকে ও পেটে ধারালো অস্ত্রের কোপসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখম হন। বর্তমানে তারা খুলনায় চিকিৎসাধীন রয়েছেন।  
তিনি আরও বলেন, চাঁদাবাজ স্থানীয় সোনা আহমেদ মুন্না ০৫ আগস্টের পূর্বে এলাকায় আওয়ামীলীগ নেতাদের সঙ্গে তাল মিলিয়ে চাঁদাবাজি করেছেন বর্তমানে বিএনপি পরিচয় এলাকায় বিভিন্নভাবে চাঁদাবাজি করছেন। এছাড়াও তার অত্যাচার ও  নির্যাতনে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ। ওই ঘটনায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি । এছাড়াও সম্প্রতি যশোর এলাকা থেকে নাচনাপাড়া এলাকায় মুগ ডাল আবাদে জমি চাষাবাদের জন্য কৃষি যন্ত্র মাহেন্দ্র ভাড়ায় এসে চাষাবাদের কাজ শুরু করেছিল। ওই ঘটনায় ওই সোনা আহমেদ চাঁদা দাবি করায় তারা কৃষি যন্ত্র মাহেন্দ্র নিয়ে যশোর চলে গেছে। নাচনাপড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামের অনেকজন ব্যক্তি নাম পরিচয় গোপন রাখার শর্তে বলেন, সোনা আহমেদের চাঁদাবাজি ও অত্যাচারে জ্ঞানপাড়াসহ আশপাশ এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে । তাছাড়া তার চাঁদাবাজির ঘটনায় স্থানীয় নতুন বাজারের ব্যবসায়ীরা চাঁদাবাজি ও চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে বাজারের দোকান বন্ধ করে দিয়েছেন ।
অভিযোগ প্রসঙ্গে নাচনাপাড়া ইউনিয়নের ০৬ নাম্বর ওয়ার্ডের বাসিন্দা সোনা আহমেদ মুন্না বলেন, আমি তাদের উপর হামলা করিনি বরং তারাই আমাকে মেরেছে। কিছুদিন পূর্বে আমি বাজার থেকে বাড়ি আসার পথে আমাকে মারার জন্য পথ রোধকরে। আমি এ বিষয়ে থানায় অভিযোগ করি তার জেরধরে আমাকে মেরেছে। আর তাদের লোকজন যারা আহত তারা নিজেরা নিজেদের আহত করেছে। তবে চাঁদা দাবির অভিযোগটি তিনি অস্বীকার করেছেন। এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, নাচনাপাড়ায় প্রতিদিনই দুএকটি মারামারির ঘটনা ঘটছে। তবে সোনার বিরুদ্ধে যে ভিকটিমের অভিযোগ তাদেরকে থানায় এসে মামলা দেয়ার জন্য বলা হয়েছে, এখনো তারা অভিযোগ দেয়নি । অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status