বাংলারজমিন
সিরাজগঞ্জে ডাকাত সর্দার গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, বুধবারসিরাজগঞ্জ সদর উপজেলায় ডাকাতি করা পন্য ও সরংঞ্জামসহ ডাকাত সর্দার আলী আশরাফকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে র্যাব-১২ সিরাজগঞ্জ সদর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এরআগে সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ পূর্নবাসন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আশরাফ একই এলাকার আবুল হোসেনের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আলী আশরাফ নিজ বাড়িতে একদল ডাকাত ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও সর্দার আশরাফকে আটক করা হয়। এরপর তার বাড়িতে তল্লাশী করে শয়ন কক্ষ থেকে একটি চোরাই মোটরসাইকেল, ৭টি সিলিং ফ্যান, ২টি গ্যাস গানের ব্যবহৃত সেল, ১টি নষ্ট ওয়াকিটকি, ২টি ছোড়া, ২টি হাসুয়া ও মোটরসাইকেল চুরির মাস্টার কিসহ বিভিন্ন সরংঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।