ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

আনোয়ারায় ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, বুধবার

চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিন মাদক ব্যবসায়ীর মধ্যে ইমরান হোসেন রুবেল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার ভোর রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় ১৬৫ পিস ইয়াবা তাদের থেকে জব্দ করা হয়।
জানা যায়, সোমবার রাতে এক অভিযানে উপজেলার পশ্চিম শোলকাটাস্থ মোরশেদের দোকানের সামনে থেকে ১৫ পিস ইয়াবাসহ মো: জসিম উদ্দীন (৪৩) কে আটক করা হয়। অপর অভিযানে রায়পুর ইউনিয়নের হাজীপাড়াস্থ নাসিরের দোকানের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ মো: বোরহান উদ্দিন (২৯) ও ইমরান হোসেন ওরফে ডন রুবেল (৩০) কে আটক করা হয়। জানা যায়, ইমরান হোসেন রুবেল (৩৫) ফকির পাড়া ৪নং ওয়ার্ডের রায়পুর ইউনিয়নের বাসিন্দা মৃত মঈনুল প্রকাশ মনার ছেলে। সে ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছে। স্থানীয়রা বলছে ইমরান হোসেন রুবেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সে এতদিন পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিল। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, থানা পুলিশের অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরে তাদের মাদক আদালতে প্রেরণ করা হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status