শেষের পাতা
দুদকের অনুসন্ধানের সিদ্ধান্ত
করোনার টিকা কেনায় অনিয়মের অভিযোগ
স্টাফ রিপোর্টার
১৮ মার্চ ২০২৫, মঙ্গলবারকরোনাভাইরাসের টিকা কেনাকাটায় অনিয়মের অভিযোগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, এ প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি বলেন, ভারত থেকে আমদানি করা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা বিতরণের খরচ দেখানো হয়েছে ৪০ হাজার কোটি টাকা। কিন্তু প্রকৃতপক্ষে খরচ হয়েছে ১৮ হাজার কোটি টাকা। বাকি ২২ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন সালমান এফ রহমান ও তার সিন্ডিকেটের সদস্যরা। অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের একজন কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে দুদক এই অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। অভিযোগে বলা হয়, করোনাভাইরাসের টিকাকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট গড়ে উঠেছিল। এতে ছিলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, তৎকালীন স্বাস্থ্যসচিব লোকমান হোসেন, বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএসআরসি) চেয়ারম্যান মোদাচ্ছের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আহমদ কায়কাউস। এই সিন্ডিকেটের শক্তির বলয়েই আটকে যায় বাংলাদেশি টিকা বঙ্গভ্যাক্স।
পাঠকের মতামত
পতিত স্বৈরাচার ও তার দোসরদের হাজার বার ফাঁসি হলেও তাদের অপরাধের সমতুল্য হবে না