অনলাইন
বন্ধুত্বের ব্যাখ্যা: 'ট্রাম্প আমেরিকা প্রথম নীতিতে বিশ্বাস করেন, যেমন আমি বিশ্বাস করি ভারত প্রথম নীতিতে'
মানবজমিন ডিজিটাল
(১ মাস আগে) ১৭ মার্চ ২০২৫, সোমবার, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:০৯ অপরাহ্ন

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের ব্যাখ্যা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন পডকাস্টার ‘লেক্স ফ্রিডম্যান’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের সাথে তার সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি স্মরণ করেন। তাদের পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাসের বন্ধনকে তুলে ধরেন। তিনি হিউস্টনে ২০১৯ সালের 'হাউডি মোদি' ইভেন্টের একটি বিশেষ স্মৃতি ভাগ করে নিয়েছেন। যেখানে দুই নেতা একসঙ্গে একটি পরিপূর্ণ স্টেডিয়ামের চারপাশে হেঁটেছিলেন, এই অপ্রত্যাশিত একটি পদক্ষেপ দেখে উপস্থিত নিরাপত্তা কর্মীরাও সেদিন হতবাক হয়ে গিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদি সেদিনের কথা স্মরণ করে বলেন, ‘আমেরিকান জীবনে, প্রেসিডেন্টের পক্ষে হাজার হাজার ভিড়ের মধ্যে হাঁটা প্রায় অসম্ভব, কিন্তু এক মুহূর্তের দ্বিধা ছাড়াই তিনি (ট্রাম্প) রাজি হয়েছিলেন এবং আমার সাথে হাঁটতে শুরু করেছিলেন।’
তিনি এই মুহূর্তটিকে ট্রাম্পের সাহস এবং তার প্রতি বিশ্বাসের একটি প্রদর্শন বলে উল্লেখ করেছেন।
ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা নিয়ে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য
প্রধানমন্ত্রী মোদির কথায় , ‘একটি প্রচার সমাবেশের সময় গুলিবিদ্ধ হওয়ার পরেও ট্রাম্প দেশের প্রতি তার প্রতিশ্রুতি পালনে অবিচল ছিলেন। তার জীবন ছিল জাতির জন্য। তার প্রতিফলন তার আমেরিকা প্রথম নীতিতেই আমরা দেখেছি, ঠিক যেমন আমি ভারত প্রথম নীতিতে বিশ্বাস করি।’ এই ভাগ করা দৃষ্টিভঙ্গির কারণেই তারা এত ভালভাবে সংযুক্ত বলে মনে করেন মোদি। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন ব্যক্তিগতভাবে তার সাথে হোয়াইট হাউস সফরের কথাও স্মরণ করেছেন প্রধানমন্ত্রী মোদি। তার কথায়, 'আব্রাহাম লিংকন কোথায় থাকতেন এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলি কোথায় সংঘটিত হয়েছিল এসবই তিনি (ট্রাম্প)আমাকে দেখিয়েছেন। এটি আমেরিকার পূর্বসূরিদের সাথে তার গভীর সংযোগ প্রতিফলিত করে। তিনি যখন আমাকে ঘুরে দেখাচ্ছেন, তখন তাঁর হাতে কোনও নোটবুক বা তাঁকে সাহায্য করার জন্য কেউ ছিলেন না।'
প্রধানমন্ত্রী মোদির পর্যবেক্ষণ, ট্রাম্প একটি পরিষ্কার রোডম্যাপ এবং একটি শক্তিশালী দল সহ দ্বিতীয় মেয়াদের জন্য আরও প্রস্তুত বলে মনে হচ্ছে। মোদির কথায়, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে তার প্রথম মেয়াদ এবং এখন তার দ্বিতীয় মেয়াদে উভয় সময়েই পর্যবেক্ষণ করেছি। এবার তাকে আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত বলে মনে হচ্ছে। সুনির্দিষ্ট পদক্ষেপের সাথে তার মনে একটি পরিষ্কার রোডম্যাপ রয়েছে, প্রতিটি তাকে তার লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।
তার মার্কিন সফরের সময় প্রধানমন্ত্রী মোদি ইলন মাস্ক, তুলসি গ্যাবার্ড এবং বিবেক রামস্বামীসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিদের সাথে দেখা করেছিলেন। সেই সাক্ষাৎকে ‘পরিবারের মতো’ বলে বর্ণনা করেছেন মোদি। মাস্কের কথা বলতে গিয়ে মোদি বলেন, 'আমি গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার সময় থেকেই তাকে চিনি। DOGE মিশনকে নিয়ে মাস্ক বেশ উচ্ছস্বিত।
মোদি ট্রাম্পের সাহসী নেতৃত্ব এবং শাসনব্যবস্থায় সংস্কারের প্রশংসা করেছেন। মোদি বলেন, ‘স্বচ্ছতা আনতে যখন সাহসী পদক্ষেপ নেয়া হয়, ঠিক DOGE-এর মিশনের মতো সেগুলি বিশ্বব্যাপী আলোচনার বিষয় হয়ে ওঠে।’
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
পাঠকের মতামত
ঠিকই - সব রসুনের টুপকী তো একই জায়গায়
It is good to know that the patriot leaders express US first or India first.Now world is a Community so please utter the words,globalcommunity is next!