ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

হাসিনার বিরুদ্ধে শিগগিরই ট্রাইব্যুনালে চার্জশিট, নাম আসছে সাবেক আইজিপি মামুনের

স্টাফ রিপোর্টার
১৭ মার্চ ২০২৫, সোমবার
mzamin

জুলাই ও আগস্টের গণহত্যার প্রথম মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একইসঙ্গে আগামী ১৮ই মার্চ তাকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কর্তৃক জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মিজানুর রহমান, গাজী এম এইচ তামিম, বি এম সুলতান মাহমুদসহ অন্যান্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। অন্যদিকে আদালতে আসামির পক্ষে শুনানি করেন আইনজীবী নাজনিন নাহার।

গতকাল সকালে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে জানায়, আব্দুল্লাহ আল মামুন ছিলেন শেখ হাসিনার কমান্ড বাস্তবায়নের ডান হাত। এজন্য এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে মামুনকে এই মামলায় অন্তর্ভুক্ত করার আবেদন করলে ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করেন।

শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টের গণহত্যার একটি মামলা এবং গুম, খুন, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের অভিযোগে আরেকটি মামলা চলমান। জুলাই আগস্টের গণহত্যার মামলায় শেখ হাসিনা এককভাবে আসামি ছিলেন। আজকে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে হাসিনার সহযোগী আসামি হিসেবে এই মামলায় অন্তর্ভুক্ত করার জন্য ট্রাইব্যুনালে আবেদন করলে ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি, এই মামলায় আব্দুল্লাহ আল মামুনকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের আবেদন করলে আগামী ১৮ই মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।

তিনি বলেন, হাসিনার সঙ্গে এই মামলায় আব্দুল্লাহ আল মামুনকে অন্তর্ভুক্ত করা ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার একটা কৌশল। শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি বাস্তবায়নের ডান হাত ছিলেন এই মামুন। এসব অপরাধের সঙ্গে হাসিনা এবং মামুনের সরাসরি সম্পৃক্ততা থাকার প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়াও এভিডেন্স হিসেবে আব্দুল্লাহ আল মামুুনের মোবাইল সংগ্রহের চেষ্টা করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার মামলার তদন্ত প্রক্রিয়া চলমান আছে উল্লেখ করে অতি দ্রুত প্রতিবেদন দাখিলের আশা ব্যক্ত করেন চিফ প্রসিকিউটর। 

এদিকে আসহাবুল ইয়ামিনসহ সাভার এলাকায় গণহত্যা মামলায় আওয়ামী লীগ এবং যুবলীগের ৩ জন নেতাকে আটকের আবেদন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। এসব আসামিরা বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে ইতিমধ্যে কারাগারে থাকায় গতকাল তাদের ইয়ামিন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো। এই মামলায় আগে থেকেই ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে জানায় চিফ প্রসিকিউটর।

এসব আসামিরা হলেন, সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেন। তাদেরকে আগামী ১৮ই মে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়াও ট্রাইব্যুনালের পুরোনো একটি মামলার শুনানি আগামী ১৮ই মে নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল।
 

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status