শেষের পাতা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
১৭ মার্চ ২০২৫, সোমবারগত ৮ই মার্চ দৈনিক মানবজমিনে প্রকাশিত ‘সুইস ব্যাংকে বাংলাদেশি আট পরিবারের ৩৬০০ কোটি টাকা’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন বৃটিশ বাংলাদেশি নাগরিক নাদিয়া সামদানি।
প্রতিবাদে দাবি করা হয়, সুইস ব্যাংকে তার কোনো অ্যাকাউন্ট নেই। এবং বিপুল পরিমাণ টাকা থাকার তথ্যও সঠিক নয়। প্রতিবাদে বলা হয়, নাদিয়া সামদানি সামদানি আর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও ঢাকা আর্ট সামিটের পরিচালক। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। প্রতি বছর ঢাকা আর্ট সামিটের নামে দেশি-বিদেশি শত কোটি টাকার শিল্পকর্ম প্রদর্শন করেন সামদানি আর্ট ফাউন্ডেশন। যা সত্য নয়। ঢাকা আর্ট সামিট শুধুমাত্র একটি শিল্প প্রদর্শনী নয় বরং গবেষণা ও আন্তঃসংস্কৃতি বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। দাবি করা হয়, সামদানি আর্ট শিল্প বিক্রয় করে না বরং শিল্পের পৃষ্ঠপোষকতা করে। প্রতিবেদনে ব্যবহৃত ছবিটি উদ্দেশ্যমূলকভাবে প্রসঙ্গের বাইরে ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা দেখানোর চেষ্টা করা হয়েছে। প্রকৃতপক্ষে, এই ছবিটি ২০২২ সালের ছবি। প্রতিবেদনে আমাদের কিছু নির্দিষ্ট ব্যক্তিদের জন্য শিল্পকর্ম সরবরাহের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে, যা সঠিক নয়।
পাঠকের মতামত
আর হাসিনার সাথের খোশ গল্পের ছবিটির ব্যাপারের কোন অভিযোগ করলো না!! ধরে এনে রিমান্ডে দিলে সব খোশগল্প বেরিয়ে আসবে ও কত টাকা পাচার করেছে তাও বের হবে।