ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বৈষম্যহীন সমাজ গঠনে আপনাদের পাশে চাই: ব্যারিস্টার নজরুল

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, সোমবার
mzamin

ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী নয়নশ্রী ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার নয়নশ্রী ইউনিয়নের খানেপুর বাজারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। একটি বৈষম্যহীন সমাজ গঠনে আপনাদের পাশে চাই। সকল ভেদাভেদ ভুলে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, ৫ই আগস্টের পূর্বে এদেশে উন্মুক্তভাবে ইসলামের আলোচনা করা যেতো না। ইসলামবিদ্বেষী স্বৈরাচাররা মাথায় টুপি দেখলেই জঙ্গি বলে নির্যাতন করতেন আমার মা-বোনেরা একত্রিত হয়ে ইসলামের আলোচনা করলে তাদের ওপরও নির্যাতন চালিয়েছে ইসলামবিদ্বেষীরা। আল্লাহর অশেষ রহমতে আজ আমরা প্রকাশ্যে উন্মুক্ত পরিবেশে আল্লাহ কথা বলতে পারছি তাই আল্লাহ আমাদের যে দায়িত্ব দিয়েছেন, তা পালনের চেষ্টা করবো এবং আমরা কোরআনের আলোয় জীবনযাপন করবো ইনশাআল্লাহ। 
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা মুবিনুর রহমান, নবাবগঞ্জ উপজেলা (পূর্ব) জামায়াতের আমীর মাওলানা এডভোকেট ইব্রাহিম খলিল, এসিস্ট্যান্ট সেক্রেটারি মামুনুর রশীদ চৌধুরী, নবাবগঞ্জ পশ্চিম থানা শাখার আমীর মাওলানা হারুনুর রশিদ, সেক্রেটারি মোস্তাক আহমেদ, প্রফেসর আমির হোসেন মোল্লা, নয়নশ্রী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মুফতি মো. আরিফ বিল্লাহ, সেক্রেটারি মো. আমজাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ।
এর আগে উপজেলার বারুয়াখালী, শিকারিপাড়া ও জয়কৃষ্ণপুর ইউনিয়নের আয়োজিত রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মুহাম্মদ নজরুল ইসলাম।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status