খেলা
টানা তৃতীয় জয় অগ্রণী ব্যাংকের
৭ বছরের অপেক্ষা ফুরালো সাদমানের
স্পোর্টস রিপোর্টার
১৭ মার্চ ২০২৫, সোমবার
লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরির স্বাদ হয়তো ভুলেই গিয়েছিলেন সাদমান ইসলাম। অবশেষে সেই স্বাদ আবার পেলেন তিনি। ৭ বছর পর এবার অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের জার্সিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন জাতীয় টেস্ট দলের এই ওপেনার। তার অপেক্ষা শেষের দিনে ঢাকা প্রিমিয়ার লীগে রূপগঞ্জ টাইগার্সকে হারায় অগ্রণী ব্যাংক। আসরে এটি অগ্রণী ব্যাংকের টানা তৃতীয় জয়।
বিকেএসপির ৪ নম্বর মাঠে গতকাল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ২৬১ রানের লক্ষ্য ৩১ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দল। সব মিলিয়ে পাঁচ ম্যাচে তাদের জয় চারটি। সমান ম্যাচ খেলে সবকটিই হারল রূপগঞ্জ টাইগার্স।
রান তাড়ায় ইমরানউজ্জামান ও সাদমানের ব্যাটিংয়ে ইতিবাচক শুরু পায় অগ্রনী। ষষ্ঠ ওভারে পঞ্চাশ ছুঁয়ে ফেলে দলটি। ৫ চার ও ১ ছক্কায় ২০ বলে ২৮ রান করে ফেরেন ইমরানউজ্জামান। এরপর দ্বিতীয় উইকেটে ইমরুলের সঙ্গে ৮৬ রানের জুটি গড়েন সাদমান। ৪ চারের সঙ্গে ৫টি ছক্কায় ৫৮ বলে ৬২ রান করে আউট হন ইমরুল। এরপর অমিত হাসান দ্রুত ফিরলে মার্শাল আইয়ুবের সঙ্গে অবিচ্ছিন্ন ৮১ রানের জুটিতে ম্যাচ জেতান সাদমান।
৫৭ বলে ফিফটি ছোয়া সাদমান সেঞ্চুরিতে পৌছান পরের ৩৮ বলে। সব মিলিয়ে লিস্ট এ ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিতে ১০৮ বলে ১১ চার ও ২টি ছক্কা মারেন ২৯ বছর বয়সী এই ওপেনার। লিস্ট এতে তার সবশেষ সেঞ্চুরি ছিল ২০১৮ সালের প্রিমিয়ার লীগে। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে ক্যারিয়ার সেরা ১৪৪ রান করেছিলেন তিনি। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে আব্দুল মজিদের উইকেট হারায় রূপগঞ্জ টাইগার্স। দ্বিতীয় উইকেটে ১২৪ রানের জুটি গড়েন অমিত মজুমদার ও আসাদুল্লাহ আল গালিব। ৫ চার ও ৪ ছক্কায় ৮১ রান করতে ১১১ বল খেলেন অমিত। ৫ চার ও ১ ছক্কায় ৭৭ বলে ৫৭ রান করেন গালিব। শেষদিকে আল আমিন জুনিয়র ৩৯ বলে ৩২ ও আরিফুল হক ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলে দলকে দুইশ পার করান। তবে ৩৫ রানে শেষ ৬ ব্যাটার ফেরায় সংগ্রহটা বড় হয়নি। অগ্রনী ব্যাংকের হয়ে ৩ উইকেট নেন রুয়েল মিয়া।
জয়ের ধারা ধরে রাখলো গুলশান
জয় দিয়ে আসর শুরু পর টানা দুই ম্যাচ হারে গুলশান। এরপর আবার টানা দুই ম্যাচ জিতলো তারা। গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পারটেক্সকে ৫৭ রানে হারায় গুলশান। ২২১ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে ১৬৪ রানে গুটিয়ে টানা দ্বিতীয় জয় পায় তারা। পাঁচ ম্যাচে গুলশানের এটি তৃতীয় জয়। সমান ম্যাচে পারটেক্সের জয় একটি।
রান তাড়ায় জয়ের সম্ভাবনাই জাগাতে পারেনি পারটেক্স। দলের সর্বোচ্চ ৩০ রান করেন রবিউল ইসলাম। গুলশানের হয়ে ২টি করে উইকেট নেন আসাদুজ্জামান পায়েল, নিহাদ উজ জামান ও নাঈম ইসলাম। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা গুলশানের অধিনায়ক আজিজুল হক তামিম একাই টানেন দলকে। ৭৯ বলে ৬২ রান করেন তিনি। লিটন কুমার দাস ২২ রান করতে খেলেন ৩৭ বল।