বাংলারজমিন
ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ফরিদপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, সোমবারফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ সময় আহত হয় একজন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোটরসাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ ও একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ। এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন। তার পেছনে থাকা তার মা মারাত্মকভাবে আহত হন। এ ছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রিকশাচালকের মৃত্যু হয়। তিনি বলেন, রাস্তার ওপর থেকে পড়ে যাওয়া একটি গাছ সরানো হয়েছে। তবে ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি।