বাংলারজমিন
ওএমএস ডিলার নিয়োগে অনিয়ম
মানবজমিনে সংবাদ প্রকাশের পর নিয়োগকৃত ডিলার বাতিল
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, সোমবারপটুয়াখালীর গলাচিপায় ওএমএস ও ফেয়ার কার্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে মানবজমিনে সংবাদ প্রকাশের পর নব নিয়োগকৃত ডিলারদের নিয়োগ বাতিল করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় থেকে গতকাল জারি করা এক বিজ্ঞপ্তিতে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের নোটিশ বাতিলের ঘোষণা দেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ রেজুলেশন স্মারক ৩৬ তারিখ: ১৬/০৩/২০২৫ বাতিল করা হলো। এতে উপজেলা নির্বাহী অফিসার, গলাচিপা, পটুয়াখালী মহোদয়ের অনুমোদন রয়েছে। এর আগে অভিযোগ উঠে, উপজেলায় ৮টি ওএমএস ডিলারের জন্য ৩০টি এবং ১২টি ইউনিয়নের ৬৮টি ফেয়ার কার্ডের জন্য ৩০৬টি আবেদন জমা পড়ে।
তবে প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত অর্থ আদায়, ঘুষ গ্রহণ এবং অনিয়মের মাধ্যমে ডিলারশিপ দেয়া হয়েছে। কয়েকজন আবেদনকারী অভিযোগ করেন, ডিলারশিপ পেতে প্রতি জনের কাছ থেকে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করা হয়েছে। অনেক যোগ্য আবেদনকারী টাকা না দেয়ায় ডিলারশিপ পাননি।
এ ঘটনায় বুধবার সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। আন্দোলনকারীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দায়ী কর্মকর্তাদের অপসারণ ও ডিলার বাতিলসহ অনিয়মের তদন্ত দাবি করেন। এরপর তদন্তের ভিত্তিতে উপজেলা খাদ্য কর্মকর্তা মাহামুদুল হাসান সিকদার ১৬ই মার্চ একটি চিঠির মাধ্যমে নিয়োগকৃত ডিলারদের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন।