বাংলারজমিন
সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: তথ্য সচিব
আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
১৭ মার্চ ২০২৫, সোমবার
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ বলেছেন, সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সেটি না হলে তথ্য অধিকার, মানবাধিকার, গণতন্ত্র আর সুশাসন যাই বলি না কেন, কোনোটাই করা সম্ভব হবে না। গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবের ইফতার মাহফিল পরবর্তী ‘গণমাধ্যমের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। সংস্কার কমিশন বিভিন্ন অংশীজনদের সঙ্গে কথা বলে সুচিন্তিত পরামর্শ ও সুপারিশ তৈরি করছে। যৌক্তিক সুপারিশের আলোকে সরকার অচিরেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যথাযথ পদক্ষেপ নেবে।
আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতা করেন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বিল্লাল হোসেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামীম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে, আশুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান ভূঁইয়া, ড্যাবের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্যতম নেতা ডাক্তার ইকবাল হোসেন এবং আশুগঞ্জ শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন প্রমুখ। উল্লেখ্য, ইফতার মাহফিল ও সেমিনারে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ছাড়াও জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।