বাংলারজমিন
গাজীপুরে চাঁদা না দেয়ায় ঠিকাদারের কর্মীদের মারধরের অভিযোগ
স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে
১৭ মার্চ ২০২৫, সোমবারচাঁদা না দেয়ায় গাজীপুরের একজন ঠিকাদারের কর্মীদের মারধর করে পাঁচজনকে আহত করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। লিখিতভাবে অভিযোগ দেয়া হয়েছে গাজীপুর জেলা প্রশাসক বরাবরে। মেসার্স জসিম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন ভূঁইয়া অভিযোগে জানান, কাপাসিয়া উপজেলাধীন চাঁদপুর ইউনিয়ন ভূমি অফিস সরকারি ভাবে টেন্ডার এর মাধ্যমে নির্মাণ কার্যাদেশ পেয়ে নির্মাণ কাজ করতে গেলে মো. ফরিদ শেখ ও মনির হোসেন দল বল নিয়ে প্রত্যক্ষভাবে বাধা প্রদান করেন। গত ১৫ দিন ধরে তারা দলবল নিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেয়ার এবং কর্মীদের মারপিট করার হুমকি দিয়ে আসছিলো। তারই ধারাবাহিকতায় গতকাল রোববার প্রকল্পের কাজ করতে গেলে কর্মীদের এলোপাথাড়ি রড ও বাঁশ দিয়ে মারধর করে জখম করা হয়। এসময় মারধরে শামসুল হক সহ পাঁচজন আহত হয়। তাদের হুমকি ও বাধার মুখে কাজ বন্ধ করে দিতে হয়েছে। এ অবস্থায় সরকারি কাজ চলমান রাখার জন্য জেলা প্রশাসককে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। জসিম উদ্দিন আরো জানান, তার কাছে কখনো ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিলো। আবার কখনো কাজই তাদেরকে দিয়ে দিতে বলা হয়েছে। এছাড়াও অনেক বকাঝকা করা হয়েছে। এ অবস্থায় তিনি নিজেও চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এ বিষয়ে মনির হোসেন জানান, চাঁদা চাওয়া বা কাজ দিয়ে দেওয়ার অভিযোগ পুরোপুরি মিথ্যা। এছাড়া রোববার অন্য একটি কাজে ওই এলাকায় গেলে কথাবার্তার এক পর্যায়ে জসিম উদ্দিন প্রভাব খাটিয়ে আমাদের উপর চড়াও হয়। আমাদেরকে মারধর করলে আত্মরক্ষার জন্য দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। একটু যাচাই-বাছাই করে সঠিক বিষয় যেন আপনারা তুলে ধরেন।