বাংলারজমিন
সুনামগঞ্জে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল
সুনামগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, রবিবারআগামীর রাষ্ট্র গঠনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদের সাবেক হুইপ ও বেগম খালাদা জিয়ার সাবেক উপদেষ্টা মরহুম এডভোকেট ফজলুল হক আছপিয়ার কাজীর পয়েন্টের বাসভবনে ইফতার ও দোয়া মাহফিল হয়। জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদের সভাপতিত্বে ইফতার-পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মো. আবিদুল হক, জেলা বিএনপি’র সদস্য সেলিম উদ্দিন আহমদ, আবুল মনসুর শওকত, আতাউর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস ছোবহান, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন, ছাতক উপজেলা বিএনপি নেতা মো. আশরাফুজ্জামান, তাহিরপুর উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক রাজু আহমেদ, ওসমান গনী, হেলাল মিয়া, বিএনপি নেতা ডা. আসাদুজ্জামান, কবির হোসেন, এডভোকেট কামাল হোসেন, সুনামগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির নেতা এডভোকেট আনিসুজ্জামান শামীম, বিএনপি নেতা জাকির খান আঙ্গুর প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান।