বাংলারজমিন
সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির ইফতার মাহফিল
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১৬ মার্চ ২০২৫, রবিবারসিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর উপজেলার সমবায় মার্কেটে ২য় তলায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন ম ইমরান খান, সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন, সিরাজদিখান পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নূর আলম ভূঁইয়া, শেখর নগর তদন্ত কেন্দ্রের আইসি তাজুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ, সিরাজদিখান প্রেসক্লাবে সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি জমিরুল হক, সাংগঠনিক সম্পাদক রুবেল বেপারীসহ প্রশাসনের কর্মকতা ও উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।