খেলা
প্রথমবার রানশূন্য সুপার ওভার
স্পোর্টস ডেস্ক
১৬ মার্চ ২০২৫, রবিবারসুপার ওভার মানেই ২২ গজের ক্রিজে ব্যাটিং ঝড়, চার-ছয়ে বাউন্ডারি পার করার অদম্য প্রয়াস। তবে শুক্রবার স্মরণীয় এক ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে বাহরাইন ও হংকংয়ের মধ্যকার ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে রানের খাতা না খুলেই গুঁটিয়ে যায় বাহরাইন, যা কি না আন্তর্জাতিক ক্রিকেটে এবারই প্রথম। টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান করে হংকং। রান তাড়ায় একই সংগ্রহ করে বাহরাইনও। নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় সুপার ওভারে। আগে ব্যাট করতে নামে বাহরাইন। ইহসান খান বোলিংয়ে এসে প্রথম বল ডট দেন। পরের দুই বলেই দুই উইকেট তুলে নেন এই হংকং পেসার। সুপার ওভারের নিয়ম মাফিক, কোনো দলের দু’টি উইকেট পড়লেই ইনিংস সেখানেই শেষ। ১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম দুই বলই ডট দেন হংকং ব্যাটার বাবর হায়াত। পরের বলে এক রান নিয়ে জেতান ম্যাচ। টি-টোয়েন্টিতে এর আগে সুপার ওভারে সর্বনিম্ন রান ছিল ১। গত বছর বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে দ্বিতীয় সুপার ওভারে আফগানিস্তানের রান এটি। প্রথম সুপার ওভারে দু’দলই ১৬ করে রান তুললে ফের সুপার ওভারে গড়ায় ম্যাচ।
সেখানে ভারতের দেয়া ১১ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১ রান করে আফগানরা। ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত সুপার ওভারের দেখা মিলেছে ৪ বার। ২০২২-এর নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে এই সংস্করণে সুপার ওভারের সর্বনিম্ন ২ রান করে পাকিস্তান।