ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

শেষের পাতা

আছিয়ার করুণ মৃত্যুর দায় রাষ্ট্র এড়াতে পারে না

স্টাফ রিপোর্টার
১৫ মার্চ ২০২৫, শনিবার
mzamin

শিশু আছিয়ার করুণ মৃত্যুর দায় রাষ্ট্র এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কর্মশালায় তিনি এ মন্তব্য করেন। সাইফুল হক বলেন, ইতিমধ্যে লাখ লাখ রোহিঙ্গারা মানবিক বিপর্যয়ের মুখোমুখি। তাদের অবস্থান বাংলাদেশের জন্য বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকিও তৈরি করেছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতিসংঘের মহাসচিবের এবারকার বাংলাদেশ সফরের মধ্যদিয়ে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন ত্বরান্বিত হবে।

তিনি বলেন, শিশু আছিয়ার করুণ মৃত্যুর দায় রাষ্ট্র এড়াতে পারে না। বিদ্যমান গোটা রাষ্ট্র, সমাজ ব্যবস্থা ও চূড়ান্ত অবক্ষয়ী মূল্যবোধ এই ধরনের মর্মান্তিক মৃত্যুর রাস্তা প্রশস্ত করে। নারীর অধিকার ও মর্যাদা বিরোধী সকল তৎপরতা আইন করে বন্ধ করার দাবি জানাচ্ছি। একইসঙ্গে আছিয়ার করুণ মৃত্যুর ঘটনা বন্ধে অপরাধীকে দ্রুত উপযুক্ত বিচারের পাশাপাশি এসব অনাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানাচ্ছি।

সাইফুল হক সরকারকে তাদের রাজনৈতিক এজেন্ডা ছোট করে আনার পরামর্শ দেন। পাশাপাশি সংস্কার ও বিচারের পাশাপাশি এবছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে দৃশ্যমান উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সাইফুল হকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলান রাশিদা বেগম, সজীব সরকার রতন, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম স্নিগ্ধা সুলতানা ইভা, জেলার প্রতিনিধি মীর রেজাউল আলম, মাহমুদুল হাসান পিপলু, অরবিন্দু বেপারী বিন্দু, এমডি ফিরোজ, আনোয়ারুল ইসলাম নান্নু, বাবর চৌধুরী, সুমন হাওলাদার, শাহীন মণ্ডল, স্বাধীন মিয়া, আরিফুল ইসলাম, আবু লাহাব লাইসুদ্দিন, লিপি সরকার, শাহজাহান মিয়া, আশরাফুল ইসলাম প্রমুখ।

 

পাঠকের মতামত

অপরাধীর সাজা হবে এটা নিশ্চিত কিন্তু সব কিছু জানার পরও এই মেয়েকে হায়েনার মুখে ঠেলে দেওয়ার দায় কি তার পরিবার এড়াতে পারবে ...

সহিদ খান
১৫ মার্চ ২০২৫, শনিবার, ৬:০৫ অপরাহ্ন

রাষ্ট্র মানে ত আমি, আপনি সবাই, আপনি, আমি কি এড়াতে পারি?

Ahmed
১৫ মার্চ ২০২৫, শনিবার, ১:৪৮ অপরাহ্ন

ঘরের লোক দ্বারা যদি ধর্ষিত হয় তাহলে প্রতি ঘরে ঘরে পুলিশ দেওয়া লাগবে। রাষ্ট্র,.....

কামরুল
১৫ মার্চ ২০২৫, শনিবার, ৪:৪৫ পূর্বাহ্ন

আছিয়া বোন তুমি পৃথিবী ছেড়ে যাওনি, আমরা তোমাদের মত নিষ্পাপ শিশুদের বাঁচার মত রাস্ট্র কিংবা সমাজ পরিবেশ তৈয়ার করতে পারিনি, এর দায় রাস্টের এবং জাতি হিসাবে আমাদের সকলের, ক্ষমতাবানরা কখনোই তোমার মত অসহায় দরিদ্র শিশুদের বাঁচার জন্য নিরাপত্তার জন্য চিন্তা করেনি,তারা তাদের নিজের এবং ছেলে মেয়ের বিত্ত বৈব নিরাপত্তার চিন্তা করে দিককার এই বৈষম্য ঘৃণিত সমাজকে

আজিজ
১৫ মার্চ ২০২৫, শনিবার, ৩:২৫ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status