বাংলারজমিন
কালীগঞ্জে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে হামলা
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, শনিবার
গাজীপুরের কালীগঞ্জে জামায়াতের ইফতার মাহফিলে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা আমীর মাহমুদুল হাসান। এতে অন্তত ১২-১৫ জন আহত হয়। এ ঘটনায় উপজেলার বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. সোহরাব হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেছেন। আহতদের মধ্যে জামায়াতের দুই কর্মী আসলাম (২৬) এবং ছেলে হাফিজ উদ্দিনকে (৩৫) গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াত নেতা সুমন মিয়া বলেন, জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার বাহাদুরসাদী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। ইফতারের আগ মুহূর্তে স্থানীয় বিএনপি’র কর্মী আপেল, নুর ইসলাম ও আকরামসহ ১০-১৫ জন এসে ইফতার মাহফিল করা যাবে না বলে বাধা দেন। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে তারা ইফতারের খাবার ফেলে দেন। পরে জামায়াতের কর্মীরা অন্য স্থানে ইফতার ও নামাজ শেষে বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে বিএনপিকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে ১৫ জন আহত হন। উপজেলা আমীর মো. মাহমুদুল হাসান অভিযোগ করে বলেন, ইফতারটি একটি বাড়িতে হওয়ার কথা ছিল। তাদের বাধার মুখে মাঠে ইফতার করার সময় বিএনপি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় লালিত আপেল, নুর ইসলাম, সৌরভ ও নজরুলসহ ১০-১৫ জনের সংঘবদ্ধ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী পূর্বপরিকল্পিতভাবে ইফতার মাহফিলে হামলা করে এবং বেধড়ক লাঠিপেটা করে। হামলায় ১৫ জন আহত হন। এ ছাড়াও আমাদের ৬নং ওয়ার্ডের জামায়াত কর্মী রাজু নিখোঁজ রয়েছে। তারা কোথাও তাকে আটকে রেখেছে। অবিলম্বে তাকে ফেরত দেয়ার দাবি জানাই। ঘটনার ব্যাপারে বাহাদুরসাদী ইউনিয়ন বিএনপি’র সভাপতি জয়নাল আবেদীন বলেন, জামায়াতের নেতাকর্মীরা আমাদের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে। এতে আমাদের প্রায় ৭-৮ জন আহত হয়েছেন। গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খায়রুল হাসান বলেন, আমাদের নেতাকর্মীদের ইফতার মাহফিলে বিএনপি’র নেতাকর্মীরা বাধা দিয়েছে। তাদের হামলায় আমাদের প্রায় ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। দু’জনকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর পাঠানো হয়েছে।