বাংলারজমিন
গোলাপগঞ্জে বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, শনিবারগোলাপগঞ্জের বিভিন্ন স্থানে ভয়াবহ শিলাবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শীলাবৃষ্টি শুরু হয়। প্রায় ১৫ মিনিটের মতো চলে এই শিলাবৃষ্টি। এতে পুরনো ঘরের টিনের চাল এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার পৌরসভা, লক্ষণাবন্দ, বুধবারীবাজার ও বাঘা ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় রাত ৯টার দিকে শিলাবৃষ্টি শুরু হয়। শিলাবৃষ্টিতে প্রায় সকলেরই পুরনো ঘরের চাল ফুটো হয়ে যায়। এ ছাড়াও কৃষকদের বিভিন্ন শীতকালীন শাক, সবজি, ফসল নষ্ট হয়ে যায়। এ ছাড়াও রাস্তাঘাটে অনেক যানবাহনের গ্লাসও ভাঙার খবর পাওয়া গেছে। পৌর এলাকার সফিক উদ্দিন জানান, আমার ঘরে পুরনো ঢেউটিন ছিল। অধিকাংশ জায়গায় ঢেউটিন ফুটো হয়ে গেছে। লক্ষণাবন্দ ইউনিয়নের মীর কাওছার আহমদ জানান, হঠাৎ করে ভয়াবহ শিলাবৃষ্টি শুরু হলে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। আমাদের ঘরের অনেক স্থানে বড় বড় ফুটো হয়ে পড়েছে। বাঘা ইউনিয়নের মোস্তফা মিয়া জানান, বাঘা ইউনিয়নের অনেকের চাল নষ্ট হয়ে গেছে। এ ছাড়াও শীতকালীন অনেক ফসলের ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এদিকে এর আগের বছরও রমজান মাসে স্মরণকালের ভয়াবহ শিলাবৃষ্টি হয়। এই শিলাবৃষ্টিতে গোলাপগঞ্জ উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষের টিন পুরোপুরি ফুটো হয়ে যায়। এ ছাড়াও অনেকের মাথায় পড়ে আহত হন।