খেলা
ফার্নান্দেজের হ্যাটট্রিকে সহজ জয় ইউনাইটেডের
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১৪ মার্চ ২০২৫, শুক্রবার, ১২:২৯ অপরাহ্ন

প্রথম লেগে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-১ গোলে আটকে রাখে রিয়াল সোসিয়েদাদ। তবে এবার নিজেদের মাঠ স্প্যানিশ ক্লাবটিকে পাত্তাই দেয়নি রেড ডেভিলরা। ব্রুনো ফার্নান্দেজের গোলে সোসিয়েদাদের জালে এক হালি গোল করেছে আমোরিমের শিষ্যরা। দারুণ এ জয়ে ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাবটি।
ইউরোপা লীগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে গেলো রাতে ওল্ড ট্রাফোর্ডে সোসিয়েদাদকে ৪-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। ফার্নান্দেজের হ্যাটট্রিকের সঙ্গে বাকি গোলটি করেছেন ডিওগো ডালোট। ম্যানইউ শেষ আটে লড়বে ফ্রেঞ্চ ক্লাব লিওঁকে, যারা গেলো রাতে ৪-০ গোলে হারিয়েছে স্টুয়া বুখারেস্টকে।
এদিন প্রথম ১০ মিনিটের মধ্যেই পিছিয়ে পড়ে ইউনাইটেড। মাথিয়াস ডি লিটের ফাউলের শিকার হওয়ার পর পেনাল্টি থেকে গোল করেন মিকেল ওয়ারজাবাল। ৬ মিনিট পর পেনাল্টি গোলে সমতা ফেরান ফার্নান্দেজ। রাসমুস হয়লুন্দকে বক্সের ভেতরে ফাউল করেন ইগোর জুবেলদিয়া। আরেকটি স্পট কিক থেকে বিরতির ৫ মিনিট পর লিড নেয় ম্যানইউ। এবার আরিজ এস্তুলন্দ ফাউল করেন প্যাটট্রিক ডর্গুকে। এবারও পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন ফার্নান্দেজ।
ম্যাচের ৬৩তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় সোসিয়েদাদ। জশুয়া জার্কজিকে জন আরাম্বুরু ফাউল করলে লালা কার্ড দেখান রেফারি। ৮৭তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন ফার্নান্দেজ। যোগ করা সময়ে গোল করে দুই লেগের অগ্রগামিতায় স্কোর ৫-২ করেন ডিওগো ডালোট।