ঢাকা, ২১ এপ্রিল ২০২৫, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ২১ শাওয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক মারা গেছেন

স্টাফ রিপোর্টার

(১ মাস আগে) ১৩ মার্চ ২০২৫, বৃহস্পতিবার, ১১:৩৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৪৬ অপরাহ্ন

mzamin

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক (৭১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার রাত ১০টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রফেসর আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক তুহিন বলেন, মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু হয়েছে। জানাজার স্থান এখনও ঠিক করা হয়নি। আগামীকাল জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ করার পরিকল্পনা ছিলো। তবে এখানে ঝামেলা হতে পারে বলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ বা ধানমন্ডি-৭-এ-তে অনুষ্ঠিত হতে পারে।
এর আগে, গত ৬ই মার্চ ঢাকা ক্লাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। তাৎক্ষণিক তাকে বারডেম হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায়, তিনি মাথায় আঘাত পেয়েছেন এবং স্ট্রোক করেছেন। এরপর তাকে আইসিইউতে নেয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে ভেন্টিলেশন দেয়া হয়। এক সপ্তাহের বেশি চিকিৎসাধীন থেকে আজ তার মৃত্যু হয়।
ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম ভিসি হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালে তিনি ভিসির দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে প্রফেসর হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান বরেণ্য এ শিক্ষাবিদ।

পাঠকের মতামত

বিশ্ববিদ্যালয় হিসাবে ঢাবিকে পঙ্গু করে দিতে আরেফিন সিদ্দিকি যেসব সিদ্ধান্ত নিয়েছেন তার মধ্যে অন্যতম ছিল সেকেন্ড টাইম বন্ধ করা। পৃথিবীর কোন জাতের বিশ্ববিদ্যালয়েই এমন নিয়ম নাই। বরং হার্ভার্ড তো ওয়েবসাইটে টাঙিয়েই রেখেছে যে এক বছর গ্যাপ দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা ওয়েলকাম। আরেফিন সিদ্দিকির পছন্দের দেশ ইন্ডিয়াতেও সেকেন্ড টাইম তো বটেই, থার্ড টাইম আছে। এখন সম্ভবত ফিফথ টাইমও চালু করেছে ওরা। ওখান থেকে সিলিকন ভ্যালির সিইও-রা বের হচ্ছে। সেকেন্ড টাইম বন্ধ করার পেছনে একটা উদ্দেশ্য শুনেছিলাম- যাতে করে মেন্টালি ম্যাচিউর এবং রিফ্রেশ হয়ে আসা কোন ছাত্র ভর্তি হতে না পারে। এতে করে ক্যাম্পাস নিয়ন্ত্রন করা ছাত্রলীগের জন্য সহজ হবে। যারা ওর জানাজা ঢাবিতে পড়ানোর জন্য উন্মুখ হয়ে আছেন, তারা একটু কষ্ট করে আবু বকরের জানাজাটাও কখনো সখনো না পড়তে পারার আফসোস করবেন প্লিজ।

আলী
১৪ মার্চ ২০২৫, শুক্রবার, ২:০৫ অপরাহ্ন

প্রকৃতির শাস্তি কোথায়?

এয়াকুব
১৪ মার্চ ২০২৫, শুক্রবার, ৭:৫৬ পূর্বাহ্ন

জন্ম মৃত্যু মানুষের জীবনের স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে আওয়ামী ঘরানার নাম ডাক ওয়ালা লোকদের মৃত্যু হলে মানুষের মাঝে উৎফুল্ল প্রতিক্রিয়া দেখা যায় । এই ব্যক্তিটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম দেখা যায়নি । তারপরও ওদের মধ্যে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না ।

Mohammed
১৪ মার্চ ২০২৫, শুক্রবার, ৬:২১ পূর্বাহ্ন

good bye, Awami spoon

ruhul amin
১৪ মার্চ ২০২৫, শুক্রবার, ১:৩০ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status